Advertisement
১৮ মে ২০২৪
T20 World Cup 2021

T20 World Cup 2021: রশিদ খানের বিরুদ্ধে কী পরিকল্পনা ছিল, ম্যাচের মাঝে জানালেন লোকেশ রাহুল

ওপেনিং জুটিতে রেকর্ড ১৪০ রানের পার্টনারশিপ গড়েছেন রাহুল ও রোহিত শর্মা। তাঁরা রেয়াত করেননি আফগানিস্তানের সেরা বোলার রশিদ খানকেও।

কী পরিকল্পনা করে নেমেছিলেন রাহুলরা

কী পরিকল্পনা করে নেমেছিলেন রাহুলরা ছবি: টুইটার থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ২১:৫৩
Share: Save:

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১০ রান তুলেছে ভারত। ৪৮ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে টি২০ বিশ্বকাপে রেকর্ড ১৪০ রানের পার্টনারশিপ গড়েছেন রাহুল ও রোহিত শর্মা। তাঁরা রেয়াত করেননি আফগানিস্তানের সেরা বোলার রশিদ খানকেও। সেটা তাঁদের পরিল্পনা ছিল বলে ম্যাচের বিরতিতে জানালেন রাহুল।

ভারতের ব্যাটিং শেষ হওয়ার পরে সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘‘এখনও পর্যন্ত যে ক’টা উইকেটে খেলেছি তার মধ্যে এটাই সেরা। শুরুটা ভাল হলে বড় রান তোলা যায়। আমরাও সেই চেষ্টা করেছি।’’ রোহিতকে জুটি হিসাবে পাওয়া নিয়ে রাহুল বলেন, ‘‘আমরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। তাই আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভাল। প্রথম থেকে নিজেদের স্বাভাবিক, সহজাত ব্যাটিংয়ের স্বাধীনতা ছিল আমাদের।’’

এর পরেই আসে রশিদ প্রসঙ্গ। আফগান স্পিনার চার ওভারে ৩৬ রান দিয়েছেন। কোনও উইকেট পাননি। তাঁর বিরুদ্ধে খেলার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে রাহুল বলেন, ‘‘আপনি হয় বিপক্ষের সেরা বোলারকে সমীহ করবেন, না হলে মারার চেষ্টা করবেন। আমাদের হাতে উইকেট থাকায় শুরু থেকে মেরে খেলার চেষ্টা করেছি। সেরা বোলারের বিরুদ্ধে রান করলে খুব ভাল লাগে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2021 Lokesh Rahul Indian Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE