Advertisement
১৭ মে ২০২৪

নিলাম এক সঙ্গে চায় আই লিগ ক্লাবেরা

আইএসএলের মতো আই লিগ হবে দশ দলের। দু’টো লিগই দেখানো হবে একই চ্যানেলে। কিন্তু তাতেও খুশি হতে পারছেন না ইস্টবেঙ্গল, মোহনবাগান কর্তারা। খুশি নয় আইজল এফসি এবং চার্চিল ব্রাদার্সও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ০৩:৪৫
Share: Save:

আই লিগ ক্লাবগুলির সঙ্গে লিগ কমিটির বৈঠকের পরই নতুন ফ্র্যাঞ্চাইজি টিম নেওয়ার জন্য বিজ্ঞাপন দেবে ফেডারেশন। এখনও পর্যন্ত ঠিক আছে ২৩ বা ২৪ জুন ওই সভা হবে। শোনা যাচ্ছে, ওই সভায় কী ভাবে এবং কখন আই লিগ হবে তা ঠিক হবে। পাশাপাশি আই লিগের চ্যাম্পিয়নকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেওয়ার সরকারি ঘোষণাও হবে।

আইএসএলের মতো আই লিগ হবে দশ দলের। দু’টো লিগই দেখানো হবে একই চ্যানেলে। কিন্তু তাতেও খুশি হতে পারছেন না ইস্টবেঙ্গল, মোহনবাগান কর্তারা। খুশি নয় আইজল এফসি এবং চার্চিল ব্রাদার্সও।

তাদের তিনটি দাবি নিয়ে মূলত সমস্যা তৈরি হয়েছে বলে খবর। এক) দুই লিগের ঘরোয়া ফুটবলারদের নিলাম করুক কোনও তৃতীয় সংস্থা। যেখানে দুই লিগের কুড়িটি ক্লাবই অংশ নিতে পারে। দুই) আই লিগের পুরস্কার অর্থ বাড়ানো। তিন) বিদেশি ফুটবলারের সংখ্যা বাড়ানো। জানা গিয়েছে, প্রথম দুটি ক্ষেত্রে এখনও অনড় ফেডারেশন ও তাদের স্পনসর আইএমজি-আর। তবে বিদেশির সংখ্যা চার থেকে পাঁচ হলেও হতে পারে। ক্লাবগুলির সঙ্গে তাদের তোলা দাবি নিয়ে আলোচনা করার কথা সচিব কুশল দাসের।

লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত বললেন, ‘‘২৩ বা ২৪ জুন সভা ডাকতে বলেছি সচিবকে। লিগ কমিটি আলোচনা করবে কখন খেলা হবে, কীভাবে খেলা হবে এসব নিয়ে। পুরস্কার অর্থ বাড়ানো বা নিলাম নিয়ে আমাদের কিছু করার নেই।’’ আইএসএলের দল ঠিক হয়ে গেলেও আই লিগের দুটো টিম নিতে হবে ফেডারেশনকে।

আরও পড়ুন:

ইন্দোনেশিয়া ওপেন জিতে ইতিহাস শ্রীকান্তের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE