Advertisement
৩০ এপ্রিল ২০২৪

পাকিস্তানের সাফল্যে অভিভূত ইমরান, আফ্রিদিরা

রবিবার রাতে ওভালে পাকিস্তানের জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ভেসে উঠতে শুরু করে তাঁদের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ০৪:১৮
Share: Save:

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের অপ্রত্যাশিত ও অসাধারণ জয়ে মুগ্ধ সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা। রবিবার রাতে ওভালে পাকিস্তানের জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ভেসে উঠতে শুরু করে তাঁদের। ২০০৭-এ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারা পাক দলের সদস্য ও সম্প্রতি অবসর নেওয়া প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক টুইট করেন, ‘‘তোমরা আমাদের খুশি ও গর্বিত করেছ ছেলেরা। এখান থেকেই ওঠা শুরু হোক আমাদের।’’ ১৯৯২-এর বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানের প্রতিক্রিয়া, ‘‘অভিনন্দন পাকিস্তান দল। ফখর জমানের প্রতিভার পরিচয় পেয়ে দারুণ লাগল।’’ আর এক প্রাক্তন অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেটার শাহিদ আফ্রিদি টুইটারে লেখেন, ‘‘দুই দেশের সমর্থকদেরই এই ম্যাচটা বহু দিন মনে থাকবে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা চিরকাল মনে রাখব।’’ ওয়াসিম আক্রমের উচ্ছ্বাস অনেকটা এ রকম, ‘‘ওয়াও...ওয়াও...ওয়াও। সবুজ দলের অবিশ্বাস্য পারফরম্যান্স। ১৯৯২-এর বিশ্বকাপ জয়ের কথা মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আকাশে উড়ছি।’’ অন্যান্য দেশের প্রাক্তনরাও পাকিস্তানিদের এই জয়ে অভিভূত। কুমার সঙ্গকারা যেমন বলেছেন, ‘‘পাকিস্তানিদের কলিজার জোরটাই দেখা গেল। নিজেদের উপর আস্থা ও সাহস বুকে নিয়ে খেললে কী হয়, সেটাই দেখা গেল।’’ নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও সরফরাজ আমেদকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: সাত গোলে অভিশাপ কাটল নেগির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE