Advertisement
১৮ মে ২০২৪
Hockey India

Hockey: কোরিয়ার বিরুদ্ধে ড্র করে এশিয়া কাপ থেকে বিদায় ভারতের

সুপার ফোরে মঙ্গলবার ভারতের তৃতীয় ম্যাচ ছিল কোরিয়ার বিরুদ্ধে। ফাইনালে উঠতে গেলে জিততেই হত। কিন্তু ভারত পারল না।

এশীয় হকিতে বিদায় ভারতের।

এশীয় হকিতে বিদায় ভারতের। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ মে ২০২২ ২১:২৭
Share: Save:

এশিয়া কাপ হকি থেকে ছিটকে গেল তিন বারের বিজয়ী ভারত। মঙ্গলবার কোরিয়ার সঙ্গে ৪-৪ অমীমাংসিত অবস্থায় ম্যাচ শেষ হয়। ফাইনালে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হত ভারতকে। কিন্তু সর্দার সিংহের প্রশিক্ষণাধীন অনভিজ্ঞ দল জিততে পারেনি। এ বার জাপানের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলবে ভারত।

এ দিন পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন নীলম সঞ্জীপ। সমতা ফেরান কোরিয়ার জংহিউন জাং। দ্বিতীয় কোয়ার্টারে জি উ চিউন কোরিয়াকে এগিয়ে দিলে রাজ কুমার পাল শোধ করেন। শেশে গৌড়া ভারতকে ৩-২ এগিয়ে দেন। কোরিয়া হাল ছাড়েনি। কিম জুংহু ৩-৩ করে দেন।

তৃতীয় কোয়ার্টারে আবার এগিয়ে গিয়েছিল ভারত। মারিশ্বরেন সাতিকভেল ভারতের চতুর্থ গোল করেন। কিন্তু জুন মানজায়ের গোলে ফের সমতা ফেরায় কোরিয়া। চতুর্থ কোয়ার্টারে দু’টি দল চেষ্টা করলেও গোল করতে পারেনি।

ভারত প্রথম ম্যাচে জাপানকে ২-১ হারালেও দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-৩ ড্র করে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Hockey India hockey Asia Cup Hockey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE