Advertisement
১৭ মে ২০২৪

‘ভিটামিন-এম’ পেয়ে চনমনে সনি-কাতসুমিরা গোয়া গেলেন

খেতাব জয়ের লড়াইয়ে যাওয়ার বারো ঘণ্টা আগে সনি নর্ডিদের জন্য ‘ভিটামিন এম’-এর ব্যবস্থা করে ফেললেন কর্তারা। শনিবার মারগাওতে ওকোলি ওডাফার স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে টুর্নামেন্টের সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। সেই ম্যাচ খেলতে নামার তিন দিন আগে বুধবার বেশি রাতে তাই কিছুটা চনমনে হয়েই বিমানে উঠে পড়লেন বোয়া-কাতসুমিরা। রাতটা মুম্বই এয়ারপোর্টে কাটিয়ে আজ বৃহস্পতিবার ভোরেই গোয়া পৌঁছনোর কথা লিগ শীর্ষে থাকা বাগানের।

বরাহনগর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সনৎ শেঠ বেনিফিট ম্যাচ উপলক্ষে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম সরকার ও সুব্রত ভট্টাচার্য। বুধবার। ছবি: শঙ্কর নাগ দাস।

বরাহনগর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সনৎ শেঠ বেনিফিট ম্যাচ উপলক্ষে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম সরকার ও সুব্রত ভট্টাচার্য। বুধবার। ছবি: শঙ্কর নাগ দাস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০১৫ ০৩:৩০
Share: Save:

খেতাব জয়ের লড়াইয়ে যাওয়ার বারো ঘণ্টা আগে সনি নর্ডিদের জন্য ‘ভিটামিন এম’-এর ব্যবস্থা করে ফেললেন কর্তারা।

শনিবার মারগাওতে ওকোলি ওডাফার স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে টুর্নামেন্টের সম্ভবত সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। সেই ম্যাচ খেলতে নামার তিন দিন আগে বুধবার বেশি রাতে তাই কিছুটা চনমনে হয়েই বিমানে উঠে পড়লেন বোয়া-কাতসুমিরা। রাতটা মুম্বই এয়ারপোর্টে কাটিয়ে আজ বৃহস্পতিবার ভোরেই গোয়া পৌঁছনোর কথা লিগ শীর্ষে থাকা বাগানের।

নির্বাচনে ব্যস্ত শাসকগোষ্ঠীর কর্তাদের কাছে স্পোর্টিং ক্লুবের ম্যাচটি সব অর্থেই গুরুত্বপূর্ণ। কারণ ম্যাচের পর দিন রবিবার ধুন্ধুমার নির্বাচন। ক্লিফোর্ড চুকুয়ামার দলের বিরুদ্ধে জেতাটা তাই খুবই জরুরি। সেই জন্যই এ দিন সকালে ক্লাবে এসে ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসে পড়েন প্রেসিডেন্ট টুটু বসু, সহ সচিব স়ৃঞ্জয় বসু, অর্থসচিব দেবাশিস দত্ত। তারা শিল্টন-ডেনসনদের সামনে আবেগঘন বক্তৃতা দেন। বলে দেন, ‘‘বহু বছর পর আমরা আই লিগ চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। সেটা পেতেই হবে যে কোনও মূল্যে। আগের সব ভুলে যাও। গোয়ার ম্যাচটি জিতে ফেরো।’’ মাইনে দেওয়ার আগে সনি-বোয়াদের দিয়ে রীতিমতো শপথ নেওয়ানো হয় ম্যাচ জেতানোর।

শপথ নিলেও এই ম্যাচটি জেতা কিন্তু সহজ হবে না, মনে করছেন খোদ দলের কোচ সঞ্জয় সেনই। ‘‘আমি আগেই বলেছিলাম, স্পোর্টিংয়ের দু’টি ম্যাচ আর রয়্যাল ওয়াহিংডোর ম্যাচ কঠিন হবে। ওদের সঙ্গে কিন্তু বাকি চারটি ম্যাচের তিনটিই খেলতে হবে। আমরা বাকি সব ম্যাচই জিততে চাই। তবে স্পোর্টিংকে শনিবার হারাতে না পারলে সব পরিকল্পনাই ভেস্তে যাবে।’’ অনুশীলনের পর বলছিলেন বাগান কোচ। সঞ্জয়ের সঙ্গে কথা বলে মনে হল, ওডাফার চেয়ে ছটফটে ভিক্টোরিনো ফার্নান্ডেজকে নিয়েই বেশি ভাবছেন তিনি। বলছিলেন, ‘‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওকে এই মাঠেই হ্যাটট্রিক করতে দেখেছি। ও কিন্তু প্রচণ্ড গতিময় ফুটবলার। ওদের একটা নতুন বিদেশি মিডিও রয়েছে যে পুরো টিমটাকে খেলায়।’’

ওডাফার জন্যই রক্ষণে বড় চেহারার আনোয়ারকে খেলানোর কথা ঘুরছে সঞ্জয়ের মাথায়। গোলে শিল্টনকেই রাখবেন, না দেবজিৎকে ফেরাবেন তা অবশ্য ঠিক করেননি তিনি। সামনে বলবন্ত থাকছেন। বোয়া, কাতসুমি, সনির পজিশন বদলাচ্ছে না। বাগান কোচ বলছিলেন, ‘‘বৃহস্পতিবার বিকেল থেকে দু’দিন অনুশীলনের সুযোগ পাচ্ছি। এখানেও ফুটবলাররা বেশ কয়েক দিন অনুশীলন করেছে। আমি ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী। এই ম্যাচটা জিততে না পারলে আমাদের সব আশা শেষ।’’

দেখার, ‘ভিটামিন-এম’-এর গুণে গোয়া জয় করে ফিরতে পারে কি না খেতাব জয়ের অদূরে দাঁড়িয়ে থাকা বাগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

football goa Katsumi Mohunbahab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE