Advertisement
০৮ মে ২০২৪

কাপ কথা

শনিবার গ্রিসের বিরুদ্ধে কলম্বিয়ার তিনটে গোলের একটা নিজে করেছেন। একটা করিয়েছেন। একটার প্রথম আক্রমণটা তাঁর পা থেকেই শুরু হয়েছিল। এহেন জেমস রড্রিগেজ সারা মাঠ জুড়ে খেললেনই শুধু নয়। কলম্বিয়া দলের মস্তিষ্ক ফালকাও টুর্নামেন্টেই নেই, কিংবা কার্লোস বাক্কা বা মার্টিনেজের মতো প্লেয়ার এ দিন বেঞ্চে বসে রয়েছেন, তাও বুঝতে দেননি।

শেষ আপডেট: ১৫ জুন ২০১৪ ০৪:২২
Share: Save:

জেমস ডেভিড রড্রিগেজ

শনিবার গ্রিসের বিরুদ্ধে কলম্বিয়ার তিনটে গোলের একটা নিজে করেছেন। একটা করিয়েছেন। একটার প্রথম আক্রমণটা তাঁর পা থেকেই শুরু হয়েছিল। এহেন জেমস রড্রিগেজ সারা মাঠ জুড়ে খেললেনই শুধু নয়। কলম্বিয়া দলের মস্তিষ্ক ফালকাও টুর্নামেন্টেই নেই, কিংবা কার্লোস বাক্কা বা মার্টিনেজের মতো প্লেয়ার এ দিন বেঞ্চে বসে রয়েছেন, তাও বুঝতে দেননি। ফালকাওয়ের মোনাকোতেই খেলেন রড্রিগেজ। সিডর্ফের মতো ফুটবল ব্যক্তিত্ব ম্যাচের আগে বিখ্যাত ফুটবল ওয়েবসাইটে লেখেন, “চোট সত্ত্বেও ফালকাওকে কলম্বিয়া কোচ পেকারম্যান দলে না নেওয়ার সাহস দেখাতে পেরেছেন জেমসের মতো আক্রমণ গড়ার কারিগর টিমে আছে বলেই।” নিজেও দুর্দান্ত গোলগেটার। মোনাকোর জার্সিতে এ মরসুমে লিগ ওয়ান-এ ১১ গোল করে ফরাসি লিগে রড্রিগেজ সর্বোচ্চ স্কোরার। বিশ্বকাপেও প্রথম ম্যাচেই তাঁর নামের পাশে ১ গোল বসে গেল।

ফিরল বিয়ার

ব্রাজিলের ফুটবল মাঠে বিয়ারের বোতল! এত দিন এর উপর ছিল সরকারি নিষেধাজ্ঞা। কিন্তু বিশ্বকাপের হাত ধরে এগারো বছর পর বিয়ার ফিরে এল পেলের দেশের ফুটবল মাঠে। কারণ, বিশ্বকাপের অন্যতম স্পনসর ‘বাডওয়াইজার’। তাদের উপস্থিতি ছাড়া বিশ্বকাপ হবেই বা কী করে? এই নিয়ে ব্রাজিল সরকারের সঙ্গে ফিফার দড়ি টানাটানি হয়েছে বহুদিন ধরে। শেষ পর্যন্ত ফিফাই জিতেছে। তাই সাও পাওলোয় প্রথম ম্যাচ থেকেই অবাধ বিয়ারের বোতল বিক্রি শুরু হয়ে গেল স্টেডিয়ামে ও তার বাইরেও। এই সুযোগে দেশীয় কোম্পানিগুলোও নেমে পড়েছে বিশ্বকাপের বাজারে। এই নিয়ে ব্রাজিলের বেশ কয়েকটি সমাজসেবী ও স্বাস্থ্য সংস্থা সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে। তাদের বক্তব্য, এতে ফুটবল মাঠে হিংসার সম্ভাবনা বাড়বে। তবে তাতে কর্ণপাত করছে না কেউ।

হাঙর আতঙ্ক

দলে দলে ফুটবল-পাগল ভিড় জমাচ্ছেন রেসিফ-এ। বিশ্বকাপের পাঁচটা ম্যাচ হওয়ার কথা এই সৈকত শহরে। কিন্তু এখানকার এই সৈকতই যে বড় ভয়ঙ্কর। প্রায়ই হাঙরে হানা দেয় এখানকার সি বিচে। প্রচুর লোক হাঙরের পেটেও গিয়েছে এখানে। পরিসংখ্যান বলছে গত ২১ বছরে এমন ৫৯টি ঘটনা ঘটেছে রেসিফের ২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে। তাই সারা দুনিয়া থেকে আসা ফুটবলপ্রেমীদের সাবধান করতে নেমে পড়েছে এই শহরের প্রশাসন। সমানে ইংরেজি ও পর্তুগিজে ঘোষণা করা হচ্ছে, যাতে সমুদ্রে স্নান করার সময় তাঁরা সাবধান থাকেন। এতেই যে তাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, তা নয়। বেশ কতগুলি ওয়াচ টাওয়ারও তৈরি করা হয়েছে এখানকার সৈকতে।

ব্রাজিলে নেই কাইজার

২০২২-এর বিশ্বকাপ আয়োজনে কাতারকে সমর্থন করে ভোট দিয়েছিলেন তিনি। এখন কাতারের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু হওয়ায় তিনি তদন্তকারী অফিসার মাইকেল গার্সিয়ার সঙ্গে কথা বলতে চাননি বলে ফিফা তাঁকে ৯০ দিনের জন্য সাসপেন্ড করেছে। সে জন্য ব্রাজিলে যাচ্ছেন না জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাউয়ার। জার্মাানির জনপ্রিয় সংবাদপত্র ‘বিল্ড’-কে বলেছেন, “ব্রাজিলে গেলে ফিফা আমায় স্বাগত জানাবে বলে মনে হয় না। সে জন্যই ব্রাজিলে যাব না।” বেকেনবাউয়ারকে নিয়ে আলাদা করে তদন্ত শুরু করেছে ফিফা।

মুসলেরার বিছানায় পিঁপড়ে

টিম হোটেলে উরুগুয়ের ফুটবলারদের বিছানায় পিঁপড়ে। তার ছবি তুলে আবার টুইটারে পোস্ট করে দিলেন দলের গোলকিপার ফের্নান্দো মুসলেরা। তবে ব্যাপারটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেননি কেউ। বরং মুসলেরা লেখেন, “খুব মজাদার। তবে ব্যাপারটা জানানোর সঙ্গে সঙ্গে হোটেলের কর্মীরা বিছানা পাল্টে ফেলে সমস্যা মিটিয়ে ফেলেন। বাকি রাতটা ভালই ঘুমিয়েছি।”


অভিনব সমর্থন! জাপানের জার্সি গায়ে পেঙ্গুইন-বাহিনী। জাপানের মাৎসু ভোগেল পার্কে। ছবি: এএফপি


মুসলেরার টুইট করা সেই ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup fifa world cup 2014
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE