Advertisement
০৭ মে ২০২৪

অশোকের কাছে কংগ্রেসও

তৃণমূল বিরোধী বৃহত্তর ঐক্য গড়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে সামনে রাখতে চাইছে বাম-কংগ্রেস দু’তরফই। বিধানসভা ভোটে তিনি বিরোধীদের সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করুন, অশোকবাবুকে আগেই এই প্রস্তাব দিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৬
Share: Save:

তৃণমূল বিরোধী বৃহত্তর ঐক্য গড়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে সামনে রাখতে চাইছে বাম-কংগ্রেস দু’তরফই। বিধানসভা ভোটে তিনি বিরোধীদের সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করুন, অশোকবাবুকে আগেই এই প্রস্তাব দিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অশোকবাবুর বাড়ি গিয়ে শুক্রবার একই আর্জি জানিয়ে এলেন কংগ্রেসের

প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান ও সোমেন মিত্র।

রাজ্য সরকারের বিরুদ্ধে নানা প্রতিবাদের মঞ্চে রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোকবাবু এখন পরিচিত মুখ। ‘সেভ ডেমোক্র্যাসি’ মঞ্চে মান্নানদের সঙ্গী হয়েই তিনি ছুটে বেড়াচ্ছেন নানা প্রান্তে। কিন্তু দিল্লিতে রাহুল ও সনিয়া গাঁধীর সঙ্গে মান্নানেরা কথা বলে আসার পরেই ফের তাঁদের অশোকবাবুর দ্বারস্থ হওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিরোধী শিবিরের অনেকেই। এমনকী, কেন্দ্রীয় কংগ্রেসের এক শীর্ষ নেতাও অশোকবাবুকে বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রের খবর।

তবে অশোকবাবু এখনও সক্রিয় ভাবে রাজনীতিতে সামিল হতে রাজি নন। বাম ও কংগ্রেস নেতাদের তিনি বলেছেন, নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ালেও তাঁর প্রতিবাদী কর্মকাণ্ডকে রাজনৈতিক রঙেই দেখা হবে। অশোকবাবুর কথায়, ‘‘গণতন্ত্রের জন্য মানুষের সঙ্গে মানুষের পাশে আমি সব সময়েই আছি। কিন্তু ভোটে দাঁড়ানো নিয়ে আমি এখনও কিছু ভাবিনি।’’ তবে প্রদীপবাবুদের সঙ্গে বৈঠকের পরে তিনি এ দিন স্পষ্টই বলেছেন, ‘‘তৃণমূলকে হঠাতে এ রাজ্যে বাম-কং‌গ্রেসের জোট দরকার।’’ আর মান্নান বলেছেন, ‘‘সেভ ডেমোক্র্যাসিতে আমরা অশোকবাবুর সঙ্গে আছি। রাজ্যের স্বার্থেই গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে ওঁকে দরকার। সেই কথা বলতেই ওঁর কাছে গিয়েছিলাম।’’

প্রাথমিক ভাবে অশোকবাবু রাজি না হলেও তাঁদের প্রস্তাব ভেবে দেখতে অনুরোধ জানিয়ে এসেছেন মান্নানেরা। অশোকবাবুর নেতৃত্বে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়বস্তু নিয়ে যে ‘নাগরিক দাবিসনদ’ তৈরি হচ্ছে, তাকে সমর্থনের
কথাও জানিয়ে দিয়েছেন বাম ও কংগ্রেস নেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE