Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুলিশের গার্ড অব অনারে মহাকরণে মুখ্যমন্ত্রী

রেড রোডে শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে আসেন নবান্নে। সেখানে তাঁকে গার্ড অব অনার দেয় কলকাতা পুলিশ। এ দিন তিনি বলেন, “মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। এই জয় মা-মাটি-মানুষের জয়।”

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ১৪:৩৯
Share: Save:

রেড রোডে শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে আসেন নবান্নে। সেখানে তাঁকে গার্ড অব অনার দেয় কলকাতা পুলিশ। এ দিন তিনি বলেন, “মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। এই জয় মা-মাটি-মানুষের জয়।”

• নবান্ন ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন। ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা।

• সাড়ে চারটের বৈঠকে নতুন ক্যাবিনেটের সদস্যদের মধ্যে দফতর বণ্টন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• বিকেল সাড়ে চারটেয় নতুন ক্যাবিনেটের প্রথম বৈঠক বসবে।

• নতুন মন্ত্রিসভার সদস্যরাও একে একে পৌঁছচ্ছেন নবান্নে। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রসিভার অন্য সদস্যদের স্বাগত জানাতে ফুল এবং আলো দিয়ে সাজানো হয়েছে রাজ্য সরকারের সচিবালয়।

• কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হল।

• নবান্নে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE