Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মেয়েদের লুঙ্গি ছেলেদের কুর্তা

অ্যান্ড্রোজিনি ফ্যাশন ছেলে-মেয়ে বৈষম্যটাই গুলিয়ে দিচ্ছে। লিখছেন নাসরিন খানবয়ফ্রেন্ড জিনস হোক বা বরের কাছ থেকে ধার নেওয়া সেক্সি হোয়াইট শার্ট— (ঠিক বলিউডের সিনেমাতে যেমন দেখায়), ফ্যাশন কিন্তু পুরুষদের দিকেই ঝুঁকছে। অ্যান্ড্রোজিনি ফ্যাশন ছেলে-মেয়ে বৈষম্যটাই গুলিয়ে দিচ্ছে।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:০১
Share: Save:

বয়ফ্রেন্ড জিনস হোক বা বরের কাছ থেকে ধার নেওয়া সেক্সি হোয়াইট শার্ট— (ঠিক বলিউডের সিনেমাতে যেমন দেখায়), ফ্যাশন কিন্তু পুরুষদের দিকেই ঝুঁকছে। ছেলেদের জুতো, ছেলেদের ব্লেজার, বো টাই পরা সেলিব্রিটিদের ইদানীং দেখা যাচ্ছে সব জায়গাতেই। আন্তর্জাতিক পোশাক মানচিত্রে দেখতে গেলে এই বছরের ফল ফ্যাশনের লক্ষ্য কিন্তু একটাই। পোশাকে নারী-পুরুষ বিভেদ ঘুচিয়ে ফেলা।

কিছু বছর আগে রেড কার্পেটে অ্যাঞ্জেলিনা জোলি হেঁটেছিলেন একটা ব্ল্যাক স্যুট আর নেক টাই পরে। বলিউডের কাজলও কিন্তু নেহরু বন্ধগলাকে আবেদনময় করে তুলেছেন। বা কঙ্গনা রানাওতের কথাই ধরুন। গত মাসে একটা প্রোডাক্ট লঞ্চ অনুষ্ঠানে কঙ্গনাকে দেখা গিয়েছিল একটা সাদা রঙের স্যুটে। ছেলেদের মতো করে পোশাক পরা, বা অ্যান্ড্রোজিনি লুক ক্যারি করতে পারলে কিন্তু ভিড়ের মধ্যেও আপনাকে আলাদা ভাবে চোখে পড়বে।

দুনিয়াজোড়া এলজিবিটি আন্দোলন বা ‘সেক্সিস্ট লেবেলিং’ থেকে বেরিয়ে আসার উদ্যোগটাও কিন্তু অ্যান্ড্রোজিনি পোশাককে অনেকের কাছে আবেদনময় করে তুলেছে। লিঙ্গবৈষম্যকে চ্যালেঞ্জ ছুড়ে ফ্যাশন উইকের র‌্যাম্প ছেড়ে অ্যান্ড্রোজিনি পোশাক এখন বেরিয়ে এসেছে সাধারণ মানুষের ফ্যাশনেও। প্রাডা, গুচি, মোকসিনো মেয়েদের জন্য যেমন বানিয়েছে কলার দেওয়া শার্ট বা টেলর্ড জ্যাকেট, তেমনই ছেলেরাও ক্যারি করছেন লেস আর বো লাগানো পোশাক। ভারতীয় ডিজাইনাররাও অবাক হয়ে যাচ্ছেন মেয়েদের পুরুষদের জন্য বানানো পোশাক কেনার বহর দেখে। ‘‘আমার আগের কালেকশনের জন্য তৈরি লুঙ্গি, ধুতি, পাজামা হটকেকের মতো কিনেছেন মহিলারা। সবচেয়ে অদ্ভুত ছেলেরাও তাঁদের সাইজের মেয়েদের কুর্তা খুঁজছেন এবং কিনছেন,’’ বলছিলেন ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্স।

পোশাকের অনেক নামজাদা ব্র্যান্ড ছেলে-মেয়ে দুয়েরই পোশাক বানানো শুরু করেছে। মেয়েরা এখন ঝামেলাবিহীন পোশাকের দিকে ঝুঁকছে বেশি। পুরুষেরা অন্য দিকে স্যাটিন বা সিল্কের ছোঁয়া ভালবাসছেন বেশি। রং করা চুল, পিয়ার্সিং, ট্যাটু, রঙিন নখ— এ সব পেরিয়ে অ্যান্ড্রোজিনি পোশাকই এখন লিঙ্গ বিভাজন ঘুচিয়ে ফেলার সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট।

অনেক দশক ধরে ভারতের নামী ডিজাইনাররা তাঁদের নিজস্ব ধাঁচে অ্যান্ড্রোজিনাস পোশাক বানিয়ে আসছেন। রেখা, মাধুরী দীক্ষিতরাও পাগড়ি বা ছেলেদের পোশাক নিয়ে অনেক ধরনের পরীক্ষা করে ফেলেছেন আগেই। তবে মূলধারায় এই পোশাক খুব সাহসী ভাবে নিয়ে এসেছিলেন শ্যারন প্রভাকর, আদি গোদরেজরা।

অ্যানা সিংহ বললেন, ‘‘ডিজাইনাররা সব সময়ই অ্যান্ড্রোজিনাস লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে এসেছেন। পুরুষালি লুকের সঙ্গে খুব সূক্ষ্ম ভাবে নারীসুলভ কমনীয়তাটা ধরা পড়েছে। নব্বইয়ের দশকে আমি খুব অনেক বিখ্যাত বলিউডি তারকাকে অ্যান্ড্রোজিনাস লুক-এ সাজিয়েছিলাম। লুকটা খুব জনপ্রিয় হয়েছে। আমি মোটেই আশ্চর্য হইনি। এই ফ্যাশন স্টেটমেন্ট শুধু স্টাইলের দিক থেকে নয়, একটা সামাজিক বার্তাও পৌঁছে দেয় মানুষের মধ্যে।’’

মেয়েদের পক্ষে আর একটা ভাল ব্যাপার হল হেয়ারস্টাইল বা মেক-আপ নিখুঁত করার ঝামেলাটাও নিতে হয় না। তাই অন্য ধরনের ফ্যাশন স্টেটমেন্ট করার ইচ্ছে হলে অ্যান্ড্রোজিনাস স্টাইল ট্রাই করতেই পারেন।

দারুণ লাগবে। বিশ্বাস করুন...

অ্যান্ড্রোজিনি স্টাইল করছেন? আপনার ওয়ার্ড্রোবে এগুলো থাকতেই হবে

১. বয়ফ্রেন্ড জিনস্

২. স্ট্রেচ প্যান্ট আর ড্র-স্ট্রিং প্যান্টস

৩. রেসারব্যাক টি শার্ট। রঙিন গেঞ্জি

৪. লোফার, ব্রগ, লেস দেওয়া জুতো। বিচ স্যান্ডাল এমনকী বুট-ও

৫. গোড়ালি মোজা

৬. লেদার জ্যাকেট, বম্বার জ্যাকেট

৭. টুপি, বেড়ে টুপি বা গল্ফ ক্যাপ

৮. ট্রেঞ্চ কোট

৯. বন্ধগলা বা নেহরু জ্যাকেট (মোদি জ্যাকেটও খুব জনপ্রিয় এখন)

১০. বড় ডায়ালের ঘড়ি

১১. বড় বাকল দেওয়া কাউবয় বেল্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE