Advertisement
২৯ এপ্রিল ২০২৪
Water Tank to meet crisis

জলের সঙ্কট, ট্যাঙ্ক গেল সন্দেশখালির গ্রামে

সরবেড়িয়া আগারহাটি পঞ্চায়েতের পাঁচটি জায়গায়, বয়ারমারি ১ ও ২ পঞ্চায়েত এলাকা জুড়ে চারটি জায়গায়, ছোট শেয়ারা পঞ্চায়েতের শুধু নিত্যবেড়িয়া গ্রামে জল দেওয়া হচ্ছে।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ০৭:৪৫
Share: Save:

পানীয় জলের সমস্যায় জেরবার সন্দেশখালি ১ ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। প্রায় দু’মাস ধরে তৈরি হওয়া জল সঙ্কট সামাল দিতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর গত কয়েক দিন ধরে এই ব্লকের পাঁচটি পঞ্চায়েত এলাকার একাধিক জায়গায় জলের ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জল সরবরাহ শুরু করেছে। আপাতত দিনে এক বার করে জল পাচ্ছেন বলে বাসিন্দারা জানান।

ব্লক প্রশাসন সূত্রের খবর, সরবেড়িয়া আগারহাটি পঞ্চায়েতের পাঁচটি জায়গায়, বয়ারমারি ১ ও ২ পঞ্চায়েত এলাকা জুড়ে চারটি জায়গায়, ছোট শেয়ারা পঞ্চায়েতের শুধু নিত্যবেড়িয়া গ্রামে জল দেওয়া হচ্ছে। কলিনগর পঞ্চায়েতের ন’টি জায়গায় জলের নিয়মিত জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের হাসনাবাদ জ়োনের আধিকারিক অনীশরঞ্জন ঘোষ বলেন, ‘‘এই ব্লকে যেখানে খুব বেশি সমস্যা আছে সেখানেই আপাতত পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। ধীরে ধীরে আরও কিছু এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি আমরা। প্রতিটি পঞ্চায়েত এলাকায় জলের প্যাকেটও পৌঁছে দেওয়া হবে।’’

সন্দেশখালি ১ বিডিও সায়ন্তন সেন বলেন, ‘‘জেলা প্রশাসন সন্দেশখালির পানীয় জলের সমস্যাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে নজরদারি চালাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sandeshkhali
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE