Advertisement
১৬ মে ২০২৪

অনুমতি মিলল ‘কলকাতা আই’-এর

টেমসের পাড়ের মতো কলকাতার গঙ্গা-পাড়ে বিরাট নাগরদোলা বসানোর পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। লন্ডনের সঙ্গে মিলিয়ে নাম দেওয়া হয়েছিল ‘কলকাতা আই’। কিন্তু নদীর তীরে ওই নির্মাণ ঘিরে বাধ সেধেছিল পরিবেশ-বিধি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৯
Share: Save:

টেমসের পাড়ের মতো কলকাতার গঙ্গা-পাড়ে বিরাট নাগরদোলা বসানোর পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। লন্ডনের সঙ্গে মিলিয়ে নাম দেওয়া হয়েছিল ‘কলকাতা আই’। কিন্তু নদীর তীরে ওই নির্মাণ ঘিরে বাধ সেধেছিল পরিবেশ-বিধি। তা নিয়ে মামলাও দায়ের হয়েছিল কলকাতায় জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চে। সম্প্রতি পরিবেশ আদালত জানিয়েছে, গঙ্গা-পাড়ের মিলেনিয়াম পার্কে ‘কলকাতা আই’ গড়া যেতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিতেও কলকাতা বন্দরকে নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত।

পরিবেশ আদালত জানিয়েছে, গত বছরের ১৩ ফেব্রুয়ারি এই মামলার শুনানিতে বলা হয়েছিল, পরিবেশগত সমীক্ষা বা এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট না করে গঙ্গার পাড়ে কোনও নির্মাণ করা যাবে না। সেই নির্দেশ মাফিক ‘কলকাতা আই’-এর নির্মাতা সংস্থা পরিবেশগত সমীক্ষা করেছে। তাই ওই সংস্থাকে নির্মাণের অনুমতি দেওয়া যায়।

পরিবেশকর্মীদের একাংশের অভিযোগ, বেআইনি নির্মাণের জেরে গঙ্গার পাড় ভঙ্গুর হয়ে পড়ছে। বাড়ছে দূষণও। এ কথা জানিয়েই পরিবেশ আদালতে মামলা দায়ের করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ‘কলকাতা আই’ প্রকল্পও। রায় বেরোনোর পরে তাঁর বক্তব্য, যে জায়গায় ওই নির্মাণ করা হবে তা ক্রমশ ভাঙছে। ফলে এত ভারী নির্মাণ হলে তা আরও ক্ষতি করতে পারে। সে কারণেই তিনি পরিবেশগত সমীক্ষার উপরে জোর দিয়েছিলেন। তাঁর কথায়, ‘‘আমি উন্নয়নের বিরোধী নই। কিন্তু তা যেন পরিবেশকে ক্ষতি না করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

River thames London eye Kolkata eye Ganga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE