Advertisement
০৮ মে ২০২৪

বন্যপ্রাণীর দেহাংশ পাচারে ধৃত চক্র

বন্যপ্রাণীর দেহাংশ পাচার চক্রের পাঁচ পাণ্ডাকে গ্রেফতার করল বন দফতর৷ ধৃতদের মধ্যে এক জন সরকারি দফতরের কর্মী। রবিবার ভোররাতে ওদলাবাড়ির কাছে তাঁদের গ্রেফতার করেন বেলাকোবা রেঞ্জের কর্মীরা৷ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজও মিলেছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৭
Share: Save:

বন্যপ্রাণীর দেহাংশ পাচার চক্রের পাঁচ পাণ্ডাকে গ্রেফতার করল বন দফতর৷ ধৃতদের মধ্যে এক জন সরকারি দফতরের কর্মী। রবিবার ভোররাতে ওদলাবাড়ির কাছে তাঁদের গ্রেফতার করেন বেলাকোবা রেঞ্জের কর্মীরা৷ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজও মিলেছে৷

জানা গিয়েছে, ধৃত দেশবাহাদুর প্রধান, রাজীব গজমের, অবিনাশ ছেত্রী, শচীন ছেত্রী ও সূরজ সুনরের প্রত্যেকের বাড়ি দার্জিলিংয়ে৷ এর মধ্যে দেশবাহাদুর গরুবাথানে সেচ দফতরের কর্মী৷ বন আধিকারিকরা জানিয়েছেন, চক্রটি অনেক দিন ধরেই পাচারের সঙ্গে যুক্ত৷ প্রায় মাস খানেক ধরে এদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বন কর্তারা৷ ধৃতদের সঙ্গে দু’টি গাড়ি ও দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে৷

ধৃতদের কাছ থেকে যে হাতির দাঁতটি পাওয়া গিয়েছে, তার ওজন প্রায় আটশো গ্রাম৷ তা ছাড়াও চিতা বাঘের চামড়া ও একটি ভালুকের খুলি নিয়ে ধৃতরা কালিম্পং থেকে ওদলাবাড়ি, জয়গাঁ হয়ে ভুটানে যাচ্ছিল বলে জানিয়েছে বন দফতর৷ কিন্তু সূত্র মারফত খবর পেয়ে চক্রটিকে ধরতে ওদলাবাড়ির একটি হোটেলের কাছে ফাঁদ পাতেন তাঁরা৷ সেখান দিয়েই দু’টি গাড়িতে করে যাওয়ার সময় ধরা হয় তাদের। ধৃত দেশবাহাদুর অনেক দিন ধরেই চক্রে জড়িত বলে বন দফতর জানতে পেরেছে৷ বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, এই চক্রের সঙ্গে অন্য চক্রেরও যোগাযোগ রয়েছে বলে সন্দেহ তাঁদের৷ কোথা থেকে তারা বন্যপ্রাণীদের এই দেহাংশ সংগ্রহ করল, বা কাদের কাছে তা পাচার করা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Forest officials trafficking ring
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE