Advertisement
০২ মে ২০২৪

বিজেপি সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা

এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করলেন জলপাইগুড়ির সরকারি প্লিডার গৌতম দাস৷ এ দিন জলপাইগুড়ির ভারপ্রাপ্ত সিভিল জজ (সিনিয়ার ডিভিশন) –এর এজলাসে এই মামলা দায়ের করেন তিনি৷

নিজস্ব সংবাদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০১:৫৫
Share: Save:

এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করলেন জলপাইগুড়ির সরকারি প্লিডার গৌতম দাস৷ এ দিন জলপাইগুড়ির ভারপ্রাপ্ত সিভিল জজ (সিনিয়ার ডিভিশন) –এর এজলাসে এই মামলা দায়ের করেন তিনি৷

গৌতমবাবু বলেন, ‘‘গত ৩ মার্চ দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন সিআইডি-র এফআইআরে আমার নাম রয়েছে৷ চন্দনা চক্রবর্তীর এজেন্সিতে শুরুর লগ্নে আমি আইনি উপদেষ্টা ছিলাম৷ তাঁর এই কথাগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন৷’’ এর পর এ দিন দিলীপবাবুর বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি৷ দু’টি নিউজ চ্যানেলের বিরুদ্ধেও মামলা করছেন তিনি। গৌতমবাবু বলেন, ‘‘দিলীপবাবুর ওই মন্তব্যের পরই আমি বলেছিলাম ৭২ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব৷ সেটাই এ দিন করেছি৷ এক কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে৷ আদালত আমার মামলা গ্রহণ করেছে৷ এবং দু’ভাবে সমন ইস্যু করে ২৭ মার্চ সাড়ে দশটায় দিলীপ ঘোষকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷’’

এ দিকে, গৌতমবাবুর এই মামলা নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি দ্বীপেন প্রামাণিক বলেন, ‘‘যে কেউ যে কারও নামে মামলা করতেই পারেন৷ তবে সেই মামলার চূড়ান্ত রায় দেবে আদালত৷ আমাদের আদালতের ওপর পূর্ণ আস্থা রয়েছে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP President Defamation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE