Advertisement
১৬ মে ২০২৪

আদালতের বাইরে আক্রান্ত প্রবীণ দম্পতি

হাজিরা দিয়ে আদালত কক্ষ থেকে সবে বারান্দায় বেরিয়েছেন এক বৃদ্ধ দম্পতি৷ আচমকা দুই মহিলা ঝাঁপিয়ে পড়লো তাদের উপরে৷ চলল যথেচ্ছ কিল চড় লাথি। ওই বৃদ্ধ-বৃদ্ধাকে ছাড়াতে তখন মরিয়া আইনজীবীরা৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০২:৪০
Share: Save:

হাজিরা দিয়ে আদালত কক্ষ থেকে সবে বারান্দায় বেরিয়েছেন এক বৃদ্ধ দম্পতি৷ আচমকা দুই মহিলা ঝাঁপিয়ে পড়লো তাদের উপরে৷ চলল যথেচ্ছ কিল চড় লাথি। ওই বৃদ্ধ-বৃদ্ধাকে ছাড়াতে তখন মরিয়া আইনজীবীরা৷

শেষ পর্যন্ত তাদের চেষ্টাতেই ছাড়া পেলেন বৃদ্ধ দম্পতি৷ তবে ততক্ষণে বৃদ্ধর জামা ছিড়ে গিয়েছে৷ কানের পাশে কেটে গিয়ে রক্ত ঝরছে বৃদ্ধার৷ বুধবার ভর দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি আদালত চত্বরে৷ আইনজীবীদের কথায়, ‘‘আদালত কক্ষের ঠিক বাইরে এমন ঘটনা নজিরবিহীন।’’

ওই বৃদ্ধ দম্পতির নাম অমরেন্দ্র ঠাকুরতা ও নন্দা ঠাকুরতা৷ তাঁরা শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বাসিন্দা৷ এ দিন আদালত চত্বরে এমন ঘটনায় অভিযুক্তরা তাঁদেরই পুত্রবধু ও তার মা৷

জানা গিয়েছে, ২০১৪ সালের ডিসেম্বর মাসে হায়দরাবাদের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের গবেষক সায়ন গুহ ঠাকুরতার সঙ্গে বিয়ে হয় জলপাইগুড়ি ওল্ড পুলিশ লাইনের বাসিন্দা শতাব্দী গুহ ঠাকুরতা চন্দের৷ গত ফেব্রুয়ারি মাসে মাটিগাড়া থানায় শতাব্দীদেবী স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেন৷ জলপাইগুড়ি আদালতে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা রুজু হয়৷ সেই মামলাতে হাজিরা দিতেই এ দিন আদালতে এসেছিলেন ওই বৃদ্ধ দম্পতি৷

অমরেন্দ্রবাবু ও নন্দাদেবী বলেন, ‘‘আদালত কক্ষ থেকে বারান্দায় বের হতেই বৌমা ও তার মা আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে৷ সঙ্গে যোগ দেন, বৌমার মাসি-সহ কয়েক জন৷ আমাদের দুজনেরই শরীরের নানা জায়গায় আঘাত লাগে৷’’ ওই দম্পতির আইনজীবি সুস্মিতা দাশগুপ্ত বলেন, ‘‘এই ঘটনার জেরে আমার মক্কেলরা নিরাপত্তার অভাব বোধ করছেন৷ আবার যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য মামলাটি শিলিগুড়ি আদালতে স্থানান্তরিত করার জন্য বিচারকের কাছে আবেদন জানাবো ভাবছি৷’’

শতাব্দীদেবীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি৷ তবে তাঁর মাসি বাবলি সেন বলেন, ‘‘আদালত কক্ষ থেকে বের হওয়ার পরই সেখানে একটা গোলমাল হয়৷ যার জেরে আমিও পড়ে যাই৷ তবে কী গোলমাল তা বুঝতে পারিনি৷ আর ওরা আমার ভাগ্নি-সহ আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা একেবারেই ভিত্তিহীন৷’’ জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার বলেন, ‘‘আদালত কক্ষের বাইরে বারান্দায় গোলমাল হচ্ছে শুনেই ছুটে যাই৷ দেখি দু’জন মহিলা এক বৃদ্ধ দম্পতির ওপর ঝাঁপিয়ে পড়েছেন৷ আমাদের আইনজীবীরাই তাঁদের ছাড়িয়ে নেন ৷ আদালতের ভেতরে এ ধরনের ঘটনা নিন্দনীয়৷’’

দুপুরের পর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দম্পতি। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Elderly couple Affected
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE