Advertisement
৩০ এপ্রিল ২০২৪
নানা অনুষ্ঠান অন্যত্রও

যোগ দিবসের শান্তিনিকেতন

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বোলপুর-শান্তিনিকেতনে হয়ে গেল নানা অনুষ্ঠান। মঙ্গলবার সকালে আশ্রমের পুরনো মেলার মাঠে বিশ্বভারতীর শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে ঘণ্টা খানেক ধরে আয়োজিত হয় যোগ প্রশিক্ষণ শিবির। বিশ্বভারতীর বিদ্যালয় স্তর থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা যোগ দেন শিবিরে।

শান্তিনিকেতনে পুরনো মেলার মাঠ। —নিজস্ব চিত্র

শান্তিনিকেতনে পুরনো মেলার মাঠ। —নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৬:৩৭
Share: Save:

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বোলপুর-শান্তিনিকেতনে হয়ে গেল নানা অনুষ্ঠান। মঙ্গলবার সকালে আশ্রমের পুরনো মেলার মাঠে বিশ্বভারতীর শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে ঘণ্টা খানেক ধরে আয়োজিত হয় যোগ প্রশিক্ষণ শিবির। বিশ্বভারতীর বিদ্যালয় স্তর থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা যোগ দেন শিবিরে। শুধু তারাই নয়, অধ্যাপক, কর্মী, আধিকারিক, অধিকর্তারাও এ দিনের যোগাভ্যাসে সামিল হন। ওই বিভাগের শিক্ষক কল্লোল চট্টোপাধ্যায় এবং তাঁর দল উপস্থিত বিশ্বভারতী পরিবারের ছাত্রছাত্রী, কর্মী, অধ্যাপক, আধিকারিক ও অধিকর্তাদের এ দিনের যোগ কর্মসূচি নিয়ে আলোচনা করা-সহ প্রশিক্ষণ দেন। বিশ্বভারতীর শরীর শিক্ষা, স্পোর্টস, জাতীয় সেবা এবং ছাত্র কল্যাণ দফতরের অধিকর্তা মনিমুকুট মিত্র এ দিনের কর্মসূচি নিয়ে আলোকপাত করেন। বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত বলেন, “দেশের প্রধানমন্ত্রী তথা প্রতিষ্ঠানের আচার্য নরেন্দ্র মোদীর প্রস্তাব এবং অনুপ্রেরণায় ইউনাইটেড নেশন ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে। শান্তিনিকেতন বা ব্রহ্ম বিদ্যালয়ের সঙ্গে অবশ্য যোগ-এর প্রাচীন যোগাযোগ। মহর্ষি দেবেন্দ্রনাথ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ প্রমুখ এই আশ্রমের সঙ্গে যোগ-এর সংযুক্তি করেছিলেন।”

যোগাভ্যাসের কারণে শরীর, মন ভাল থাকার পাশাপাশি মানসিক ভারসাম্য বজায় থাকে। ‘স্ট্রেস’ থেকে মুক্তির জন্য যোগাভ্যাস খুব জরুরী বলে জানান স্বপনবাবু। এ দিন বিকেলে নাট্যঘরে যোগ বিষয়ক নানা আলোচনা এবং সঙ্গীত সহযোগে যোগ-এর অনুষ্ঠান ছিল। অন্য দিকে বোলপুরের বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে ৫০ বেঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে এ দিন পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। চলতি মাসের ১৯ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাটালিয়নের শান্তিনিকেতন এনসিসি বিভাগের উদ্যোগে চলছে যৌথ প্রশিক্ষণ শিবির। যেখানে পড়ুয়ারা যোগ দিয়েছে।

এ দিন বিজেপির জেলা কমিটির অন্যতম সম্পাদক চিত্তরঞ্জন সিংহের উদ্যোগে ইলামবাজারে একটি যোগ শিবির হয়। তাতে শতাধিক পুরুষ ও মহিলা যোগ দেন।

বিশ্ব যোগ দিবস উপলক্ষে রামপুরহাট শহর এবং আশপাশ এলাকাতেও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামপুরহাট গাঁধী ময়দানে সকালে একটি সংস্থার পক্ষ থেকে যোগ শিবির অনুষ্ঠিত হয়। রামপুরহাট হাইস্কুলে এনসিসি পক্ষ থেকে যোগ শিবির হয়। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন স্কুলেও যোগ শিবির অনুষ্ঠিত হয়। নেতাজি যুব কেন্দ্রের উদ্যোগে মল্লারপুর নিমিতলায় স্বেচ্ছাসেবী সংস্থা নৈশুভা ও মল্লারপুর যোগ ব্যায়াম সমিতির সহযোগিতায় যোগশিবির হয়। এছাড়াও সারা বছর যাবৎ এই কর্মসূচি যেন চালু থাকে তার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা যুব প্রতিনিধিরা শপথ নেন। অনুষ্ঠানে এলাকায় বৃক্ষরোপণও হয়।

অন্য দিকে, বিশ্ব যোগ দিবস উপলক্ষে এ দিন সকালে সাঁইথিয়া হাইস্কুলের মাঠে যোগ শিবিরের আয়োজন করে ‘আর্ট অফ লিভিং’-এর সাঁইথিয়া শাখা। সংস্থার প্রশিক্ষক দীপালি পাণ্ডে বলেন, ‘‘মন ও শরীর সুস্থ রাখতে এবং সুন্দর মানসিকতা গড়তে যোগের বিকল্প নেই।’’ স্কুলের মাঠে প্রায় ১৯-২০টি যোগ ব্যায়াম, সুদর্শন ক্রিয়া দেখানো হয়। শিবিরে যোগ দেওয়া প্রায় শ’দুয়েক মানুষ দশ মিনিট ধ্যানও করেন। দীপালিদেবী আরও জানান, বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠান বাস্তবায়িত করতে সব রকম সহযোগিতা করেছে স্থানীয় মাড়োয়ারি সেবা সমিতি। সহযোগী সংস্থার পক্ষে জগদীশ প্রসাদ অগ্রবাল বলেন, ‘‘শহর বা এলাকার যে কোনও মহৎ কাজে আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

santiniketan Yoga day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE