Advertisement
১৮ মে ২০২৪
Boat

নৌকা ডুবে মৃত্যু ১৬ রোহিঙ্গার

সেন্ট মার্টিন দ্বীপ থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভিড়ে ঠাসা ট্রলার দুটির একটি গভীর সমুদ্রে কাত হয়ে ডুবতে শুরু করে।

চলছে উদ্ধারকাজ।—ছবি এএফপি।

চলছে উদ্ধারকাজ।—ছবি এএফপি।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৯
Share: Save:

অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি হয়ে মারা গিয়েছেন বাংলাদেশের শরণার্থী শিবিরের ১৬ জন রোহিঙ্গা। নিখোঁজ অন্তত ৫২ জন। তটরক্ষীদের ধারণা, এঁদের সকলেরই মৃত্যু হয়েছে।

বাংলাদেশের সেন্ট মার্টিনে তটরক্ষীর স্টেশন ইনচার্জ নাইমুল হক জানিয়েছেন, দালালদের টাকাকড়ি দিয়ে অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য সোমবার গভীর রাতে টেকনাফের নোয়াখালি পাড়া থেকে দু’টি ট্রলার সমুদ্রযাত্রা করে। সেন্ট মার্টিন দ্বীপ থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভিড়ে ঠাসা ট্রলার দুটির একটি গভীর সমুদ্রে কাত হয়ে ডুবতে শুরু করে। ওই এলাকায় মাছ ধরা জেলেরা বিষয়টি জানালে তটরক্ষীরা উদ্ধার অভিযান শুরু করে। সহযোগিতায় এগিয়ে আসে নৌবাহিনীর জাহাজ দুর্জয়। উদ্ধারকারীদের ডাঙায় নিয়ে যাওয়ার জন্য বিমানবাহিনীরও সাহায্য চাওয়া হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, বিমানবাহিনীর দু’টি হেলিকপ্টার এই কাজে লেগেছে। তটরক্ষী বাহিনী জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটিতে ১৩৮ জন ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boat Bay of Bengal Rohingya Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE