Jagadhatri Puja Weather Forecast

জগদ্ধাত্রীর আরাধনায় কাঁটা দুর্যোগ? কোথায় কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস?

বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে - যা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৬:০৭
Share:

প্রতীকী চিত্র।

আর মাত্র ক'দিন পরই কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমীতে হবে জগদ্ধাত্রী পুজো। কিন্তু, উৎসবের আনন্দ ম্লান করে দিতে পারে আবহাওয়া! রয়েছে এমনই আশঙ্কা। হাওয়া অফিসের পূর্বাভাস হল, এ বারের জগদ্ধাত্রী পুজোয় রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির আগাম বার্তা হয়েছে।

Advertisement

ঘূর্ণাবর্তের অবস্থান:

আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে এটি আরও ঘনীভূত হয়ে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে রাজ্যের আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটাতে পারে।

Advertisement

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবারও (৩০ অক্টোবর) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা:

প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী ২৮ অক্টোবর, মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাঁদের ২৭ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

উৎসবে দুর্যোগ কাঁটা:

জগদ্ধাত্রী পুজো প্রধানত আগামী ৩০ অক্টোবর, বৃহস্পতিবার নবমী তিথিতে অনুষ্ঠিত হবে। স্বাভাবিক ভাবেই, উৎসবের ঠিক মুখে এই দুর্যোগের খবরে চিন্তার ভাঁজ পড়েছে পুজো উদ্যোক্তাদের কপালে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement