Durga Puja 2025 Outside India

প্রথম বারের পুজোয় বাংলার পটচিত্রের ঐতিহ্য তুলে ধরবে আমেরিকার 'মোহনা'

এক দিনেই সারা হবে পুজোর যাবতীয় আচার-অনুষ্ঠান।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৫
Share:

সংগৃহীত চিত্র।

প্রথম বারের জন্য দুর্গাপুজোর আয়োজন করেই সকলের নজর কাড়ছে 'মোহনা'। মার্কিন মুলুকের কানেকটিকাটের নিউ হ্যাভেনে অবস্থিত ইয়েল বিশ্ববিদ্যালয়ে বাঙালি কর্মী-অধ্যাপক ও তাঁদের পরিবারের সদস্যরা মিলে গড়ে তুলেছেন এই মোহনা।

Advertisement

তাঁদের তরফে ড. চান্দ্রেয়ী মুখোপাধ্যায় জানান, এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের লিন্সলি-চিটেনডেন হলে 'সার্বজনীন দুর্গোৎসব' পালন করা হবে। সেই আয়োজন শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর সকালে, চলবে রাত পর্যন্ত। পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে একদিনেই পুজোর সমস্ত আচার অনুষ্ঠান সেরে ফেলা হবে।

প্রথম বারের এই আয়োজন পুজোর 'থিম' হিসাবে বেছে নেওয়া হয়েছে - বাংলার পটচিত্র। এই অমূল্য সংস্কৃতি ও ঐতিহ্যটিকে বিদেশের মাটিতে সকলের সঙ্গে আরও ভালো করে পরিচয় করিয়ে দিতেই এমন থিম ভাবনা। উদ্যোক্তাদের তরফে আরও জানানো হয়েছে, প্রথম বারের এই শারদোৎসবে তাঁরা রহিম চিত্রকরের মতো শিল্পীর কাজ বিশ্ব দরবারে তুলে ধরছেন।

Advertisement

উল্লেখ্য, গত বছর পুজোর আয়োজন না করতে পারলেও আয়োজকদের তরফে বিজয়া সম্মিলনী পালন করা হয়। এ বারের প্রয়াস সেই আয়োজনকেও ছাপিয়ে যাবে বলেই উদ্যোক্তাদের আশা। পুজোর দিন রীতি-রেওয়াজ পালনের পাশাপাশি মধ্যাহ্নভোজেরও বন্দোবস্ত থাকছে।

উদ্যোক্তাদের আশা, তাঁদের এই আয়োজন শুধুমাত্র আমেরিকায় বসবাসকারী বাঙালিদেরই নয়, বরং সেখানকার স্থানীয় লোকজনকেও মুগ্ধ করবে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement