প্রতীকী চিত্র
কিছু মাস আগেই শেষ হয়েছে ছবির শ্যুটিং। মনোযোগ দিয়েছেন নতুন ধারাবাহিকের কাজে। পুজোর মুখে ব্যস্ততা তুঙ্গে। এমন পরিস্থিতিতে কেনাকাটা বলতে ‘অনলাইন শপিং’ই ভরসা আরাত্রিকা মাইতির কাছে।
এই মুহুর্তে তিনি ব্যস্ত তাঁর নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাটা’ নিয়ে। আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেন, “পুজোর কোনও প্রস্তুতিই সারা হয়নি। একটা জামাও কিনে উঠতে পারিনি। সত্যি বলতে আমি যে কী করব, নিজেই জানি না।” একের পর এক শ্যুটিংয়ের মধ্যে সাময়িক বিরতি, সেই সময়ে পুরোদস্তুর ‘ভ্যাকেশন মুড’-এ ছিলেন নায়িকা। ছুটি কাটিয়ে শহরে ফিরে আবার কাজে ডুব। আরাত্রিকা বলেন, “পুজোর সময়ে ছুটি পাব কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। আসলে নতুন ধারাবাহিক তো, তাই এখন রাতের দফায় কাজ হচ্ছে। আগামী সপ্তাহ থেকে ‘ডব্ল ইউনিট’ করে শ্যুটিং হবে। হয়তো ধারাবাহিক থেকে পাব তিন-চারদিন ছুটি। কিন্তু পাশাপাশি আমাদের তো পুজো পরিক্রমা, অনুষ্ঠান, বিভিন্ন ব্র্যান্ডের কাজ থাকেই।”
সদ্যই আঠারোর চৌহদ্দি পেরিয়েছেন, ইতিমধ্যেই বিনোদন জগতের অন্যতম চর্চিত অভিনেত্রী আরাত্রিকা। টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় মুখ। পিছনে ফিরে তাকালে ছেলেবেলার দুর্গাপুজোর নির্যাসটা কি নাকে আসে? তিনি বলেন, “ঝাড়গ্রামে যখন থাকতাম, পুজোটা একে বারে অন্য রকম হতো। সেখানে একটি বড় করে পুজো হতো, আর মণ্ডপের ঠিক পাশেই ছিল আমার বাড়ি। সারা দিনটাই কেটে যেত পাড়াতে। তবে এখন যে খুব একটা ইচ্ছে হয় সেখানে যাওয়ার, তা কিন্তু নয়। কারণ, ওখানে কেবল আমি-ই নেই, এমন নয়। যাদের সঙ্গে আমার ছেলেবেলাটা কেটেছে, তারা কেউই নেই। আমি কাজের সূত্রে অন্য জায়গায়, কেউ পড়াশোনা করার জন্য অন্য জায়াগায়। কারও ঠিকানা ভুবনেশ্বর, কারও বেঙ্গালুরু। সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছি।”
খুব শীঘ্রই সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে দেখা মিলবে আরাত্রিকার। এই বছরের পুজোটা কি নায়িকার জন্য একটু বেশিই ‘বিশেষ’? অভিনেত্রী বলেন, “শুধু নতুন ছবি আসছে বলে নয়। পুজোর পরেও আরও এক নতুন ছবির শ্যুটিং রয়েছে। অনেকেই ধারাবাহিক করতে করতে সিনেমা করার সুযোগ পায় না। আমি পেয়েছি এবং পাচ্ছি। যে কারণে কিছুটা সাহস করে হলেও আরও একটি ধারাবাহিকে আমি কাজ শুরু করেছি। আমার মনে হয় ধারাবাহিকের জন্যেই আমার কাছে কাজের প্রস্তাব আসে। ধারাবাহিক না করলে আমাকে কেউই হয়তো ডাকতেন না। এই ভাবেই যেন সারাটা বছর কাজের মধ্যে থাকতে পারি। ঠাকুরের কাছে এটাই চাওয়া।” শীঘ্রই মুক্তি পাবে অভিনেতা দিব্যজ্যোতি দত্তের সঙ্গে তাঁর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির নতুন গান। যার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন অভিনেত্রী নিজেই।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।