৬ অক্টোবর বাংলার তারকারাও লক্ষ্মীর অরাধনায় মেতে উঠলেন। কেউ ঘরোয়া ভাবে, কেউ আবার বিপুল আয়োজনের মাধ্যমে সারলেন ধনদেবীর পুজো।
বাড়িতে ধনদেবীর আরাধনার করলেন রণিতা দাস। এ দিন তাঁকে লাল রঙের একটি শাড়িতে দেখা গেল।
পায়েল সরকারের বাড়িতেও এ দিন ধুমধাম করে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়েছিল। অভিনেত্রী নিজেই বরণ করেন দেবীকে।
‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার বাড়িতে সাড়ম্বরে পালিত হল লক্ষ্মীপুজো। মাটির সরায় পূজিত হলেন দেবী।
রাজনন্দিনী পাল এবং ইন্দ্রানী দত্তের বাড়িতেও ধুমধাম করে পালন করা হল লক্ষ্মীপুজো। নিজের হাতে মা-মেয়ে উভয়েই বরণ করলেন দেবীকে।
পুজোর ফাঁকে বাবার যত্ন রাখতেও ভুললেন না রানি ভবানী।
বাড়িতে ধনদেবীর আরাধনা জিতু কমলের।
নতুন মা অহনা দত্তও এ দিন বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেছিলেন।
কেবল লক্ষ্মী নয়, বাড়িতে ধনদেবীর সঙ্গে গণেশেরও আরাধনা করলেন মিমি দত্ত।
তিতিক্ষা দাসের বাড়িতেও সাড়ম্বরে পালিত হল লক্ষ্মীপুজো।
লক্ষ্মীপুজোর মেজাজে সাবেকি লুকে ধরা দিলেন সন্দীপ্তা সেন।
গীতশ্রী রায়ও তাঁর বাড়িতে এ দিন লক্ষ্মীপুজোর আয়োজন করেছিলেন।
কৌশানী মুখোপাধ্যায় তাঁর নিজের বাড়ির পুজো তো বটেই, অভিনেতা বনি সেনগুপ্তর বাড়ির পুজোও নিজে হাত সামলান এ দিন।
নিজেই ভোগ রেঁধে বাড়ি সাজান কৌশানী।
ঋতাভরীকেও এ দিন বাড়িতে ধনদেবীর আরাধনায় করতে দেখা যায়। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।