Kali Puja 2025

‘প্রতি মুহুর্তে মনে হচ্ছিল আমাদের সঙ্গে আরও কেউ আছেন, শেষ রাতটা…’ ভূতচতুর্দশীর আগে অভিজ্ঞতা লিখলেন ঋতব্রত

ভূত আছে কী নেই, সেই নিয়ে নানা মুনির নানা মত। তবে সেই সব তর্কবিতর্ক থেকে বেরিয়ে আমি বিশ্বাস করি শক্তি বা ‘এনার্জি’তে।

Advertisement

ঋতব্রত মুখোপাধ্যায়

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৯:১৩
Share:

সংগৃহীত চিত্র।

ভূত আছে কী নেই, সেই নিয়ে নানা মুনির নানা মত। তবে সেই সব তর্কবিতর্ক থেকে বেরিয়ে আমি বিশ্বাস করি শক্তি বা ‘এনার্জি’তে। যার সঙ্গে জীবিত বা মৃত কোনও কিছুর সম্পর্ক নেই। সত্যি বলতে এই ভূত অথবা লৌকিক-অলৌকিক বিষয়গুলি সম্পর্কে আমি নেহাতই মূর্খ। সুতরাং এগুলি নিয়ে বিশেষ কাটাছেঁড়া করারও দুঃসাহস দেখাইনি কোনওদিন।

Advertisement

কর্মসূত্রে বহু জায়গায় ঘুরে বেড়িয়েছি। অনেক সময়ে বহু পুরনো হোটেল বা বাড়িতে একাও থাকতে হয়েছে। কখনই তেমন ভৌতিক অভিজ্ঞতা আমার সঙ্গে অন্তত ঘটেনি। ‘তেনাদের’ সাক্ষাৎ-ও জোটেনি কপালে। কিন্তু দু’বছর আগে ঘটেছিল ব্যতিক্রম। সেই ঘটনা আমি আজও পুরোপুরি মন থেকে ঝেরে ফেলে দিতে পারি না। একটা জায়গায় গিয়েছিলাম বেশ কিছু দিনের জন্য। না, এ বারে আর কাজের সূত্রে নয়, বন্ধুদের সঙ্গে বেড়াতে।

জানি না কেন, প্রথম দিন থেকেই মনে হচ্ছিল, কিছু একটা ঠিক নেই সেখানে। মনে হচ্ছিল ঘরে যেন আমরা ছাড়াও ওখানে আরও কিছু জন উপস্থিত রয়েছেন। অদ্ভুত ভাবে আমার নিজের ব্যবহারেও পরিবর্তন এসেছিল ওই ক’দিনে। নিছকই মনের ভুল যে নয়, তা আমি হলফ করে বলতে পারি। শেষ যে রাত্রিটা ওখানে কাটিয়েছি, সে দিন আর দুই চোখের পাতা এক করতে পারিনি। পরে মনে হয়েছিল, ওই জায়গায় হয় তো কিছু একটা ছিল। আগেই জানিয়েছি, আমি এনার্জিতে বিশ্বাসী। এই এনার্জি নির্দিষ্ট কোনও জায়গার অথবা কোনও মানুষকে ঘিরেও হতে পারে। এ বার এই ঘটনাটিকে অলৌকিক বলা যাবে না কি সত্যিই আমার মনের ভুল, সেই সিদ্ধান্ত পাঠকদের উপরেই ছেড়ে দিলাম।

Advertisement

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement