Arindam Sil

Durga Puja 2021: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কারা পেল সেরার শিরোপা

পুজোর লড়াইয়ে জোর টেক্কা বারোয়ারি ও আবাসনের পুজোগুলির মধ্যে। তার মধ্যে থেকেই কিছু পুজো পেল শ্রেষ্ঠত্বের শিরোপা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ২১:৩৩
Share:
০১ ১০

অঞ্জলি আর ভোগের খিচুড়ির পর শুরু হল অষ্টমীর ‘আবাসনের সিংহাসনে’ ও ‘সেরা সর্বজনীন’-এর বিচার পর্ব। পুজোর লড়াইয়ে জোর টেক্কা বারোয়ারি ও আবাসনের পুজোগুলির মধ্যে। তার মধ্যে থেকেই কিছু পুজো পেল শ্রেষ্ঠত্বের শিরোপা। সকালে আবাসনের পুজোর বিচারে আনন্দবাজার অনলাইনের সম্পাদকের সঙ্গে উপস্থিত ছিলেন সোহিনী সরকার, রণজয় বিষ্ণু, ও অনুষা বিশ্বনাথন।

০২ ১০

প্রথম হল রাজারহাটের আবাসন ‘ইউনিওয়ার্লড সিটি’-র পুজো।

Advertisement
০৩ ১০

মন দিয়ে নম্বর দিলেন সোহিনী-রণজয় ও অনুষা। সঙ্গে চলল হাসি-খুনসুটিও।

০৪ ১০

‘আবাসনের সিংহাসনে’-র লড়াইয়ে দ্বিতীয় স্থানে টালিগঞ্জের ‘টলি গার্ডেনস।’

০৫ ১০

তৃতীয় স্থানে আবার রাজারহাট। এ বার খেতাব গেল ‘অ্যাস্টর কমপ্লেক্স’-এর ঝুলিতে।

০৬ ১০

দ্বিতীয় অর্ধে শুরু হল বারোয়ারি পুজোগুলির লড়াই। বিচারক হিসেবে অনিন্দ্য জানার সঙ্গে ছিলেন অরিন্দম শীল, অনিরুদ্ধ রায়চৌধুরি ও জুন মালিয়া।

০৭ ১০

‘সেরা সর্বজনীন’-এর খেতাব পেল বেহালার বড়িশা ক্লাব। তাদের মণ্ডপসজ্জায় উঠে এসেছে দেশভাগের যন্ত্রণার কথা। ফুটে উঠেছে উদ্বাস্তুদের সংগ্রাম।

০৮ ১০

দ্বিতীয় স্থানে রাজডাঙা নবোদয় সংঘ। তাদের এ বছরের ভাবনা ‘কোলাজ।’

০৯ ১০

ত়ৃতীয় হল চক্রবেরিয়া সর্বজনীন দুর্গোৎসব। এখানে দেবী তন্ত্রসাধক।

১০ ১০

বহু সর্বজনীন পুজোতে উঠে এসেছে সামাজিক সমস্যার কথা। সে দিকে জোর দিয়ে অরিন্দম শীল বললেন এটি খুবই প্রশংসনী বিষয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement