দুর্গাপুজোয় কেমন সাজতে পারেন আপনিও সেটারই যেন টিপ্স দিলেন বাংলার অভিনেত্রীরা। তাঁদের তৃতীয়া-চতুর্থীর কেতাদুরস্ত সাজ-ফ্যাশনের মতো আপনিও এই পুজোয় নিজেকে সাজিয়ে তুলতেই পারেন।
কৌশানী মুখোপাধ্যায় চতুর্থীর দিন একটি নীল সিল্ক শাড়িতে ধরা দিয়েছিলেন। সঙ্গে ছিল নীল তবে অন্য শেডের একটি কাজ করা ব্লাউজ়।
এদিন অভিনেত্রী গলায় কিছু পরেননি। তবে কানে মানানসই বড় দুল পরেছিলেন। আপনিও এ রকম সাজতে পারেন। এই সাজের সঙ্গে হাতে চুড়ি বা ঘড়ি না পরে, একটা পেল্লাই সাইজের আংটি পরতে পারেন।
হালকার মধ্যে গর্জিয়াস লুক চান? তা হলে ইধিকার এই সাজ বেছে নিতেই পারেন। টিস্যু শাড়ি বা লিনেনের সঙ্গে স্লিভলেস ব্লাউজ আর হালকা গয়নায় আপনি হয়ে উঠবেন অনন্যা।
একটু সাবেক লুক চাইলে উষসী রায়ের মতো এই সাজে সাজতেই পারেন। উজ্জ্বল কোনও সিল্ক, কাঞ্জিভরম, বালুচরী বা অন্য কোনও শাড়ির সঙ্গে মানানসই গয়নায় সেজে উঠুন পুজোর এক দিন।
বাড়িতে পুজো হলে এমন লাল পাড় সাদা শাড়ি আর তার সঙ্গে লাল ব্লাউজ, গা ভর্তি গয়নায় ঠিক যেন দেবী লাগবে আপনাকেই।
ঠাকুর দেখা বা পুজোর আড্ডার জন্য দেবচন্দ্রিমার এই চতুর্থীর লুক বেছে নিতে পারেন। হালকা সাজ অথচ নজরকাড়া।
ষষ্ঠী বা সপ্তমীর সকালে বন্ধুদের সঙ্গে কোনও পরিকল্পনা থাকলে অদ্রিজা রায়ের মতো এমন একটি হালকা রঙের শিফন শাড়িতে নিজেকে সাজিয়ে তুলতে পারেন।
কালো রঙের পোশাক সব সময়ই আলাদাই এক লুক তৈরি করে। পুজোর ভিড়ে নজর কাড়তে চাইলে রাইমা সেনের মতো এমন এক শাড়ি বা লুকে নিজেকে সাজিয়ে তুলুন পুজোর এক দিন।
তা হলে আর কী! অনন্য রূপে নিজেকে তুলে ধরতে এ বার পুজোর ফ্যাশনে ছোঁয়া রাখুন বাংলার অভিনেত্রীদের সাজের। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।