Durga Puja 2025 Look

টি-শার্টের সঙ্গে শাড়ি, ঢিলেঢালা পোশাক আর ছেঁড়া জিনসেও স্টাইল! ‘রঘু ডাকাত’-এর প্রচারে ‘ফ্যাশনিস্তা’ সোহিনী, পুজোয় এমন সাজবেন?

মহিলা হোক বা পুরুষ, ‘স্টাইলিং’-এর বিষয়টি ছক ভেঙেছে বহু আগেই।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৮
Share:

প্রতীকী চিত্র

পুজো মানেই চতুর্দিকে ফ্যাশনের হরেক সংজ্ঞা। মহিলা হোক বা পুরুষ, ‘স্টাইলিং’-এর বিষয়টি ছক ভেঙেছে বহু আগেই। যেমন সোহিনী সরকারকেই দেখুন। আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারে বেরিয়েছিলেন। পরনে লাল শাড়ি। কিন্তু সঙ্গে ব্লাউজ়ের পরিবর্তে কালো টি-শার্ট। একেবারে ক্যাজ়ুয়াল লুকেও সবার মাঝে নজরকাড়া হয়ে উঠেছিলেন তিনি। অষ্টমীর সকালে আপনিও সাজবেন নাকি এ ভাবে?

Advertisement

অন্য দিকে কিছু দিন আগেই পুরুলিয়ায় গিয়েছিলেন ছবির প্রচারে। সেখানে বিখ্যাত ছৌ নাচের আসরে তিনি ধরা দিলেন সাদা ঢিলেঢালা শার্ট এবং ডেনিম স্কার্টে। খোলা চুল। চোখে চশমা আর পরিমিত রূপটান- ব্যস, তাতেই সাজ সম্পূর্ণ। ষষ্ঠী বা সপ্তমীর সকাল হোক বা সান্ধ্য অনুষ্ঠান, ছিমছাম সাজের মধ্যে এটিও হতে পারে দারুণ ‘অপশন’।

‘রঘু ডাকাত’-এর প্রচার ঝলকেও ‘গুঞ্জা’ রূপে বেশ প্রশংসা কুড়িয়েছেন সোহিনী। তাঁর তীক্ষ্ণ চাহনির সঙ্গে কেশসজ্জার ধরন, টানা কাজল-কালো চোখ এবং সঙ্গে কিছু অলঙ্কার এবং সেপ্টাম নাকের গয়না আরও শোভা বাড়িয়েছে তাঁর লুকের। এ বার পুজোর ভিড়ে আকর্ষণীয় হতে সোহিনীর সাজকে অনুসরণ করে দেখতেই পারেন।

Advertisement

সাদা ঝলমলে নকশা খোদাই করা গ্লাস হাতার ব্লাউজ়ের সঙ্গে গাঢ় গোলাপি রঙা শাড়িতে বেশ লাগছে অভিনেত্রীকে। এমন সরু করেই আঁচল স্টাইল করতে পারেন পুজোয়। সঙ্গে সোহিনীর মতোই চুলে ছোট্ট একটি খোঁপা এবং এক হাতে চুড়ি আর ঘড়ির সম্ভার। অন্য হাত একেবারে ফাঁকা না রেখে একটি বড় আংটি গলিয়ে নিতে পারেন। সাজ হবে সম্পূর্ণ।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement