Tardiotional outfit Ideas

লাল বেনারসি, লাইম গ্রিন শাড়ি না কালো ব্লাউজ-চোকার— শ্রাবন্তীর কোন সাজ হবে পুজোয় আপনার তুরুপের তাস?

এই সাজে ধরা পড়েছে সাবেকিয়ানা এবং আধুনিকতার এক দারুণ মিশেল।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১০
Share:
০১ ১০

শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, শিউলির গন্ধ আর আগমনীর সুর। দেবী আসছেন। বাঙালি মেতে উঠেছে পুজোর সাজে। উৎসবের দিনগুলোয় কেমন সাজবেন, কী করে একেবারে তাক লাগিয়ে দেবেন বন্ধুদের, তার অনুপ্রেরণা হয়ে উঠতে পারে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক সাজ। যাতে ধরা পড়েছে সাবেকিয়ানা এবং আধুনিকতার এক দারুণ মিশেল।

০২ ১০

দেবী চৌধুরানীর কালজয়ী চরিত্র নিয়ে শ্রাবন্তী আসছেন বড় পর্দায়। তাই ছবির সেই চরিত্রের মতোই কখনও লালে, কখনও সবুজে, আবার কখনও কালোয় সেজেছেন তিনি। উৎসব-সাজের জন্য এর চেয়ে ভাল প্রেরণা আর কী-ই বা হতে পারে!

Advertisement
০৩ ১০

লাল বেনারসির সাজ। সোনালি জরি, ভারী গয়না, কপালে ছোট্ট টিপ—সব মিলিয়ে এক্কেবারে সাবেক বাঙালি বধূটি যেন! সপ্তমী বা অষ্টমীর দিনে এমন সাজে মণ্ডপে গেলে আপনার দিক থেকে চোখ ফেরানো মুশকিল হবে।

০৪ ১০

আবার যদি ষষ্ঠীর দিনে হালকা সাজ চান, তা হলে বেছে নিতেই পারেন শ্রাবন্তীর সবুজ শাড়ির লুকটি। পাড়ে রুপোলি কাজ, সঙ্গে কনট্রাস্ট ব্লাউজ আর কানে ভারী ঝুমকো— স্নিগ্ধ এবং মার্জিত সে সাজ।

০৫ ১০

অষ্টমীর রাতে বা নবমীর আড্ডায় একটু অন্য রকম লুকের কথা ভাবছেন? অভিনেত্রীর মতো লাইম গ্রিন শাড়িতে সেজে উঠতেই পারেন। দারুণ দেখাবে।

০৬ ১০

গোলাপি ব্লাউজের সঙ্গে সোনালি কাজের শাড়ি এবং হাসিখুশি উজ্জ্বল মুখ– এই সাজে হয়ে উঠুন আরও ঝলমলে।

০৭ ১০

দশমীর দিনে শ্রাবন্তীর লাল পাড়ের সাদা ব্লাউজটি হতে পারে আপনার সাডের বাছাই। পিছন দিকে লাল ঘোড়ার প্রতিকৃতি, যা একইসঙ্গে ঐতিহ্যবাহী এবং আধুনিক।

০৮ ১০

তবে পুজো মানেই তো শুধু সাবেকিয়ানা নয়, আধুনিক সাজও চাই। শ্রাবন্তীর এই কালো শাড়ি তাই তরুণ প্রজন্মের মনের মতো। সোনালি পাড়ের কালো শাড়ি এবং গলার চোকার এই লুকটিকে করে তুলেছে একাধারে স্মার্ট এবং রুচিশীল।

০৯ ১০

এই সাজে মণ্ডপে বা পুজোর সান্ধ্য পার্টিতে আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণের কেন্দ্রবিন্দু।

১০ ১০

এ বার পুজোয় শ্রাবন্তীর সাজ থেকে অনুপ্রেরণা নিয়ে আপনিও হয়ে উঠতে পারেন ফ্যাশন কুইন। তাই আর দেরি কেন, উৎসবের দিনগুলোর পরিকল্পনা সেরে ফেলুন এখনই! ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement