Diwali celebrations

‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর অভিনব উদ্যোগ, আলোর উৎসবে আলোকিত হল মৃৎশিল্পীদের জীবন

‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ উদ্‌যাপন করল আলোর উৎসব— শুভ দীপাবলি। তবে এই বছরের উদ্‌যাপনে ছিল এক বিশেষ ছোঁয়া।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২১:০৮
Share:

সংগৃহীত চিত্র।

‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ উদ্‌যাপন করল আলোর উৎসব— শুভ দীপাবলি। তবে এই বছরের উদ্‌যাপনে ছিল এক বিশেষ ছোঁয়া। এই দীপাবলিতে, ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ আলো ফেলল সেই সমস্ত ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের উপর, যাঁদের পরিশ্রম ও মাটির ছোঁয়াতেই আলোকিত হয় আমাদের ঘর-মন। যাঁদের হাতের জাদুতেই সত্যি হয়ে ওঠে আলোর উৎসব।

এই অভিনব উদ্যোগের মূল ভাবনা ছিল একটাই, আলোর উৎসবের নেপথ্যে যাঁরা অন্ধকারে রয়েছেন, তাঁদের অবদানকে সকলের সামনে তুলে ধরা। তাই এ বার ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর উদ্যোগে দীপাবলির আলো পৌঁছল বারাসতের দত্তপুকুরের এক মৃৎশিল্প কর্মশালায়, যেখানে মৃৎশিল্পী ‘ননী গোপাল পাল’ এবং আরও ২০জন ঐতিহ্যবাহী মৃৎশিল্পীকে সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট জীবনদর্শন কোচ ও নৃত্যগুরু অলকানন্দা রায় এবং ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর কর্ণধার অর্পিতা সাহা ও রূপক সাহা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে অলকানন্দা রায় বলেন, “দীপাবলিকে সত্যিকারের আলোর উৎসব করে তুলতে ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের অবদানকে সামনে আনার এই অর্থবহ উদ্যোগের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই সুন্দর উদ্যোগের জন্য ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-কে অভিনন্দন জানাই।”

‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর কর্ণধার রূপক সাহা বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল মাটির যে প্রদীপ দিয়ে আমরা দীপাবলির উদ্‌যাপন করি, তাকে নতুন করে চেনা — শুধু শুভ আলোর প্রতীক হিসেবে নয়, বরং সেই শিল্পীদের অবদানকে চিনে নেওয়া, যাঁরা আমাদের ঘরকে আলোকিত করেন, অথচ নিজেরাই থেকে যান অন্ধকারে।”

‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর অপর এক কর্ণধার অর্পিতা সাহা বলেন, “এ যেন এক শ্রদ্ধার্ঘ্য সেই মাটিকে আর সেই দক্ষ হাতগুলিকে, যাঁরা সেই মাটিকে প্রাণ দেন, আলো দেন, প্রকৃত উৎসবের রূপ দেন।”

‘চমক ভরা ধনতেরাস’ অফারটি ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সব ক'টি শোরুম এবং কলকাতার সব (গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) শোরুমেও ১০ থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে।

উৎসবের দিনগুলি আপনাদের জীবনকে করে তুলুক আরও উজ্জ্বল। সকলকে আলোর উৎসবের অফুরন্ত শুভেচ্ছা ও ‘চমকভরা ধনতেরাস’-এ আমন্ত্রণ।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন