নিজস্ব চিত্র
অষ্টমীর সকাল, হোয়াট্সঅ্যাপে ঠিক হল ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু সাজ? তার পরিকল্পনা কত দূর? কী-ই বা পরবেন? ভেবে ভেবে বেলা গড়াতে দেবেন না। জয়া আহসান ও দর্শনা বণিকের মতো করেই সেজে উঠুন ‘রেশম শিল্পী’র শাড়িতে। ভিড়ের মধ্যে আপনাদের সাজই হবে নজরকাড়া।
সকালের ঘোরাঘুরির জন্য কেউ একজন বেছে নিতে পারেন দর্শনার সাজকেই। হালকা সি গ্রিন রঙের শাড়ির মধ্যে শহরের ঐতিহ্যশালী স্থাপত্যের কারুকার্য। শহর তিলোত্তমাকে উৎসর্গ করার জন্য এর চেয়ে ভাল উপায় আর কী? অভিনেত্রী শাড়ির সঙ্গে গলিয়েছেন সাদা ব্লাউজ়। তবে এর সঙ্গে কালো ব্লাউজ়ও হবে বেশ মানাসই।
নিজস্ব চিত্র
অন্য দিকে জয়ার সাজটা তুলে রাখতে পারেন অষ্টমীর রাত অথবা নবমীর কোনও সান্ধ্য অনুষ্ঠানের জন্য। কালো স্বর্ণচরী শাড়ির সঙ্গে সোনালি নকশা- আলো-আধারির খেলায় আরও নজরকাড়া হয়ে উঠবে সবটা।
নিজস্ব চিত্র
সঙ্গে বান্ধবীর পরনে থাক দর্শনার মতো হাতে বোনা লাল কাতান সিল্ক শাড়িটি। এর সঙ্গে ঘিয়ে রঙের অথবা সাদা রঙের ব্লাউজ় মন্দ লাগবে না। সঙ্গে পরিমিত রূপটানেই সাজ সম্পূর্ণ করুন।
দশমীর সন্ধায় সঙ্গী হোক জয়ার এই ঘিয়ে সিল্ক ‘স্ক্রিন প্রিন্টেড’ শাড়ি। একদম হালকা রং, তার মধ্যে নানা ধরনের নকশার মেলবন্ধন, পুজোয় প্রচারের আলো থাকবে আপনার উপরেই। জয়ার মতো একটি টেনে হাত খোঁপা, সঙ্গে দুই চোখে ঘন কাজলের টান। আর সামান্য কিছু অলঙ্কার। ব্যস, এতেই মাধুর্য আসবে সাজে।
নিজস্ব চিত্র
শাড়ির আধিপত্য কেবল অষ্টমী, নবমীর মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবে? ষষ্ঠী অথবা সপ্তমীর সকালটাও শুরু করুন এক স্নিগ্ধ সাজের সঙ্গে। সকালের গরম আর ভিড়ভাট্টার কথা মাথায় রেখে জয়ার মতো বেছে নিতে পারেন এই লেমন গ্রিন কটন হ্যান্ডলুম শাড়িটি। অন্য দিকে হালকা গোলাপি শাড়িতে নজরকাড়া দর্শনাও। সঙ্গে রুপোলি বা অক্সিডাইজ়ের কোনও গয়না পরতে পারেন। অথবা হাতে একটি ঘড়িতেই খুলবে সাজ। এই শাড়ি পরেও আরাম আর এর হালকা রং চোখেও আরাম দেবে।
নিজস্ব চিত্র
এক দিকে সলিড সিল্ক অন্য দিকে তসর। দু’য়ের মেলবন্ধন জয়ার সঙ্গে কী দারুণ ভাবেই না মানিয়েছে! এ ভাবেই সপ্তমীর সকালটা হোক আভিজাত্যপূর্ণ। অন্য দিকে দর্শনার মতো তাক লাগাতে পারেন কলমকারী কাজের সঙ্গে তসরের জড়ি বর্ডারের শাড়ি পরেও।
দুই অভিনেত্রীর সাজ দেখে অনুপ্রাণিত হলে এখনই আপনার পুজোর সঙ্গী করুন ‘রেশম শিল্পী’কে। এমন হ্যান্ডলুম থেকে কটন হ্যান্ডলুম, সিল্ক সহ নানা ধরনের শাড়ির সম্ভার পেয়ে যাবেন এখানে।
পোশাক: রেশম শিল্পী, রূপটান: সুমন গঙ্গোপাধ্যায়, কেশসজ্জা: মৌসুমী, সাজশিল্পী: কিয়ারা, চিত্রগ্রাহক: তথাগত ঘোষ।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।