Durga Puja 2020

পুজোয় বাইরে বেরলে এই সব জিনিস ব্যাগে রাখতেই হবে

করোনা আবহে পুজো। বাড়ির কাছের ঠাকুরগুলো দেখার ইচ্ছা হয়, কী করবেন তখন?

Advertisement

রোশনি কুহু চক্রবর্তী

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৭:১০
Share:

করোনা আবহে পুজো। মন মানছে না। কিন্তু কিছু করার নেই। নিউ নর্ম্যাল দুর্গাপুজোতে কিছু অন্য রকম বিধিনিষেধ তো থাকবেই। বাচ্চাদের মনখারাপ হবে বেরতে না পারলে, আবার বাড়ির বয়স্কদের নিয়েও বেরতে পারবেন না। তবুও একান্ত যদি বেরতেই হয়, বাড়ির কাছের ঠাকুরগুলো দেখার ইচ্ছা হয়, কী করবেন তখন?

Advertisement

পুজোর সময় বাইরে বেরতে হলে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে বেরতেই হবে, কারণ বাইরের জল কোনও ভাবেই খাওয়া যাবে না। এমনই বললেন মেডিসিনের চিকিৎসক অরিন্দম বিশ্বাস। কোনও কাজে বেরতে হলেও রোজের মতোই স্যানিটাইজার নিয়ে বেরতে হবেই, এমনই পরামর্শ অরিন্দমবাবুর।

পুজোর আবহে বাইরে বেরনো মানে বেশি মানুষের সংস্পর্শে আসা, তাই মাস্ক পরা বাধ্যতামূলক। একান্তই বেরলে সার্জিক্যাল মাস্ক একসঙ্গে দু'টি পরুন, এতে সুরক্ষা আরও খানিকটা বাড়বে, এমনই মত সুকুমার মুখোপাধ্যায়ের।

Advertisement

আরও পড়ুন:পুজোর সময় বয়স্কদের কি বেরনো উচিত

ব্যাগে রাখুন হ্যান্ড স্যানিটাইজার। ছবি :শাটারস্টক।

সঙ্গে কী কী থাকবে

ব্যাগে রাখুন শুকনো খাবার এবং ফল। ছবি :শাটারস্টক।

অন্য রকম শারদীয়ায় এই সব মানলেই মন ভাল, নিরাপদে কাটবে পুজো

লং ড্রাইভে গেলে

প্রয়োজনীয় জিনিসগুলি সঙ্গে নিয়ে তবেই বাইরে বের হন। শারীরিক কোনও রকম অসুস্থতা থাকলে জোর করে রাস্তায় বেরবেন না, মত অরিন্দমবাবুর। যদিও এ ক্ষেত্রে দ্বিমত পোষণ করেন জনস্বাস্থ্য চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, পুজোর সময় বাড়িতে বসেই ঠাকুর দেখুন, গল্প করে সময় কাটান পরিবারের সদস্যরা। বাইরে বেরলে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন