প্রতীকী চিত্র।
প্রতি মুহুর্তেই কেঁপে কেঁপে উঠছে শহরতলি। শব্দবাজির তাণ্ডবে কানে তালা লাগার উপক্রম। যদিও অন্যান্য বারের তুলনায় সব্দদানবের দাপাদাপি তুলনায় কম। তবুও, কখনও কখনও বাজির আওয়াজ পৌঁছে যাচ্ছে ১৪০- ১৫০ ডেসিবেলের কাছে। এতে যেমন অতিষ্ঠ পশুপাখি থেকে সাধারণ মানুষ, তেমনই, বিপদের মুখে নবজাতকেরাও।
উৎসবের আবহে বহু পরিবারেই এসেছে নতুন অতিথি। এই যেমন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাঘব চড্ডা। সদ্যই তাঁদের কোলে এসেছে পুত্র সন্তান। এই শব্দের উৎসবে বাড়ির ছোট সদস্যদের কী ভাবে আগলে রাখবেন সদ্য হওয়া বাবা-মায়েরা?
আনন্দবাজার ডট কম-কে শিশু বিশেষজ্ঞ ডি কে মুখোপাধ্যায় জানান, এ ক্ষেত্রে সঙ্গী হতে পারে তুলোর বল। তুলোর কিছু অংশকে ভাল করে গুটিয়ে বল বানিয়ে নিতে হবে। তার পর সেটিকে কানে লাগাতে পারলে বিকট আওয়াজের হাত থেকে অনেকটাই রক্ষা করা যায় সন্তানকে। তবে খেয়াল রাখতে হবে, এ ক্ষেত্রে যেন বলের আকার খুব বেশি বড় না হয়ে যায়। তা ছাড়া অনেকের আবাসনেই শব্দনিরোধক বা ‘সাউন্ড প্রুফ’ ঘরের ব্যবস্থা থাকে। দীপাবলির কিছু দিন ওই ঘরের বাড়ির সন্তান এবং পোষ্যদের রাখা ভাল। এ ছাড়াও যতটা সম্ভব জানলা-দরজা বন্ধ করেও আওয়াজ কমানো সম্ভব।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।