herbal sindoor advantages

একাদশী-দ্বাদশীতে টেনশনমুক্ত হয়ে খেলুন সিঁদুর! বরণের ডালায় রাখুন ভেষজ সিঁদুর

অনেকেরই সিঁদুর খেলার পর অনেক ক্ষণ ত্বকে সেটি থাকলে র‍্যাশ বেরোয়। এমনকী কারও কারও ক্ষেত্রে চুল পড়ার সমস্যা বেড়ে যায়।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৮:৪১
Share:
০১ ১০

দশমীর তিথি পেরিয়ে গিয়েছে। একাধিক বনেদি বাড়ি সহ বারোয়ারি মণ্ডপের প্রতিমার নিরঞ্জন হয়ে গিয়েছে। তবে এই বছর দশমী তিথি বৃহস্পতিবার পড়ায় অনেক জায়গাতেই সিঁদুরখেলা বা বরণ এ দিন হয়নি। বরং শুক্রবার বা শনিবার হবে।

০২ ১০

অনেকেরই সিঁদুর খেলার পর অনেক ক্ষণ ত্বকে সেটি থাকলে র‍্যাশ বেরোয়। এমনকী কারও কারও ক্ষেত্রে চুল পড়ার সমস্যা বেড়ে যায়।

Advertisement
০৩ ১০

কিন্তু বছরের এই একটা দিন হিন্দু নারীরা দেবী বরণ করে সিঁদুর খেলবেন না এ তো হতেই পারে না! তা হলে কী করবেন এই সমস্যা এড়াতে সেটাই জেনে নিন।

০৪ ১০

ভাল ভেষজ সিঁদুর ব্যবহার করুন সিঁদুর খেলার সময়। যে কোনও সিঁদুর ব্যবহার করবেন না। খোলা সিঁদুর তো একদমই ব্যবহার করবেন না।

০৫ ১০

মুখে ভাল করে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। কেবল সিঁদুর খেলার পর নয়, আগেও ত্বকের যথাযথ পরিচর্যা দরজার। ময়েশ্চরাইজ়ার বা নারকেল তেল মাখলে সেটা সুরক্ষা কবচের মতো কাজ করে। এতে সিঁদুর সোজাসুজি ত্বকে লাগে না।

০৬ ১০

মেকআপ করে নিতে পারেন দেবী বরণ করতে যাওয়ার আগে। এতে সিঁদুর খেলার সময় আপনার ত্বকে সোজাসুজি সিঁদুর লাগবে না।

০৭ ১০

সিঁদুর খেলে ফেরার পর ভাল করে মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তুলুন। বা নারকেল তেল ব্যবহার করুন। এর পর ভাল কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুখে ক্রিম বা ময়েশ্চরাইজ়ার লাগান।

০৮ ১০

চুলে সিরাম লাগিয়ে নিন। পারলে চুল বেঁধে রাখুন। এতে গোটা চুলে সিঁদুর বা আবির লাগার ভয় থাকে না দশমীর দিন।

০৯ ১০

কেবল মুখ নয়, সিঁদুরখেলার পর নখের যত্ন নিন। নখের কোনায় সিঁদুর জমে থাকলে তার থেকে ইনফেকশন হতে পারে।

১০ ১০

এই সামান্য বিষয়গুলি মাথায় রেখে সিঁদুর খেললেই কোনও সমস্যা হবে না। তাই চিন্তা ছাড়াই শ্রেষ্ঠ উৎসবের শেষ পাতের আনন্দ একে বারে চেটেপুটে নিন। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement