প্রতীকী চিত্র
বোহেমিয়ান স্টাইলের মূল দর্শন হল নিজের স্বাদ, অভিজ্ঞতা ও অনুভূতির প্রকাশ। তাই বাড়ির সাজসজ্জায় বোহো সাজের ছোঁয়া দিলে সেটি শুধু একটি জায়গা নয় বরং হয়ে ওঠে আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি।
বোহেমিয়ান সাজের মূল বৈশিষ্ট:
রং: মাটির রঙ (টেরাকোটা, অলিভ, সরিষা, মরচে) ব্যবহার করে ঘর সাজাতে পারেন। দেওয়ালে সবুজ, নীল, লাল ইত্যাদি উজ্জ্বল রঙের ব্যবহার প্রচলিত, এই রঙগুলি ব্যবহার করলে ফ্ল্যাটে উজ্জ্বল আবহ তৈরি হয়।
গঠন ও ধরন: বিভিন্ন ধরনের ছাপা কাপড়, পার্সিয়ান বা ভারতীয় কার্পেট, হাতে তৈরি বালিশের ঢাকনা, এমব্রয়ডারি করা কাপড় ব্যবহার করে ঘরকে বোহো লুক দিতে পারেন।
শিল্প ও সাজসজ্জা: দেওয়ালে হাতে আঁকা কোনও ছবি, গাছ, বাঁশ ও জুটের কাজ করা ঝুড়ি, ভ্রমণের স্মৃতি দিয়েও ঘর সাজাতে পারেন।
আসবাবপত্র: কাঠ, বাঁশ, জুটের তৈরি ভিন্টেজ ধাঁচের আসবাবপত্র, জিনিস দিয়ে ঘর সাজান বোহো লুক পেতে। মোড়া, মেঝেতে গদি পেতে বসার জায়গা বানাতে পারেন।
আলো: উষ্ণ আলো, লণ্ঠন, মোমবাতি বা বাঁশে ঝোলানো আলো ব্যবহার করতে পারেন ঘরসজ্জায়।
সবুজের ছোঁয়া: বোহো গৃহসজ্জায় গাছের ব্যবহার হবেই। এমন গাছ যা সহজে বেড়ে ওঠে, সেগুলিকে বাঁশের ছোট টুকরো অথবা কাঁচের বয়ামে করে ঝুলিয়ে রাখলে সৌন্দর্য ও আধুনিকতার ছোঁয়া লাগবে আপনার বাড়িতে।
ফ্ল্যাটের জায়গা সীমিত হলেও বোহেমিয়ান সাজ খুব সহজেই মানিয়ে যায়। কারণ এতে নিয়মের বাঁধন নেই আপনি যে ভাবে চান, যেটা ভাল লাগে সে ভাবেই সাজাতে পারেন। আপনার ভ্রমণের স্মৃতি, পুরনো আসবাব, রঙিন কাপড় আর সবুজ গাছ সবকিছু মিলে ফ্ল্যাট হয়ে ওঠে একে বারে আপনার ব্যক্তিত্বের প্রতিফলন।
তাই ছোট ফ্ল্যাট হোক বা বড়, বোহেমিয়ান সাজ তাতে এনে দেয় স্বাধীনতার রঙ, শিল্পের স্পর্শ আর প্রকৃতির উচ্ছ্বাস।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।