Durga Puja Home Decor Tips

সাধারণ কিছু জিনিস পাল্টে পুজোর আগেই রূপ বদলান ঘরের! রইল কিছু টিপ্‌স

অন্দরসজ্জায় ন্যূনতম কিছু বদল আনলেই দেখবেন, আপনার বাড়ির চেনা ঘরগুলিও কেমন নতুন সাজে সেজে উঠেছে!

Advertisement

আনন্দ উৎসব

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৮
Share:

প্রতীকী চিত্র।

পুজো মানে শুধুমাত্র নিজেকে বা প্রিয়জনদের সাজিয়ে তোলা নয়। একই সঙ্গে, যে বাড়িতে আমরা থাকি, সেই বাড়ির ঘরগুলিকেও নতুন ভাবে সাজিয়ে তোলা যায়। বাজেট ও সামর্থ্য অনুসারে একে বারে ছোট ছোট কিছু বদল এনেও অন্দরসজ্জায় এক নয়া এবং অনন্য মাত্রা দেওয়া যেতে পারে। এমনই কিছু টিপ্‌স এখানে দেওয়া হল।

Advertisement

পর্দা এবং ঘরের রং:

ঘরের অন্দরসজ্জায় অন্যতম বড় ভূমিকা রয়েছে পর্দার। আপনি যদি গাঢ় রঙের পর্দা ব্যবহার করেন, তা হলে তা আপনার ঘরের পরিবেশ আরও উজ্জ্বল করে তোলে। অন্য দিকে হালকা রঙের পর্দা ঘরে খোলামেলা আবহ সৃষ্টি করে। অতএব পর্দার রং বদলে ঘরের সাজেও পরিবর্তন আনা যায়। এ ছাড়া, আপনি চাইলে পর্দার কাপড়ের ধরনও বদলে ফেলতে পারেন। যেমন, সুতির পর্দার বদলে জর্জেট বা সিল্কের মতো ফ্যাব্রিক ব্যবহার করা যেতে পারে। এতেও ঘরের চেনা 'চেহারা' অনেকটাই বদলে যাবে।

Advertisement

এর পাশাপাশি, আপনি যদি ঘরের একটি দেওয়ালের রং পরিবর্তন করেন, তা হলেও অন্দরসজ্জায় একে বারে নতুন একটি বৈশিষ্ট্য তৈরি হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার ঘরের সব দেওয়াল সাদা বা হালকা রঙের হয়, তাহলে একটি দেওয়ালকে অ্যাকসেন্ট ওয়াল হিসেবে গাঢ় নীল, মেরুন বা সবুজ রঙে রাঙিয়ে তুলতে পারেন। এই ছোট পরিবর্তন আপনার ঘরের চেহারা সম্পূর্ণ বদলে দেবে।

বিছানার চাদর এবং কুশন কভার:

বিছানার চাদর এবং কুশন কভার বদলে ঘরের চেহারায় নতুন মাত্রা যোগ করা সম্ভব। আপনি যদি রঙিন বিছানার চাদর ব্যবহার করেন, তা হলে তা ঘরকে আরও প্রাণবন্ত করে তুলবে। এ ছাড়া, কুশন কভারও আপনার ঘরের সাজসজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি কুশন কভারের প্যাটার্ন এবং রং পরিবর্তন করেন, তাহলে তা আপনার ঘরের চেহারায় নতুনত্ব আনবে।

আলোকসজ্জা:

আলোকসজ্জা একটি ঘরের মেজাজ বা মুড নির্ধারণ করে। আপনি যদি আপনার ঘরের আলোকসজ্জা পরিবর্তন করেন, তাহলে তা আপনার ঘরের চেহারা আরও সুন্দর করে তুলবে। আপনি কয়েকটি ল্যাম্প, ঝুলন্ত আলো বা কিছু ফেয়ারি লাইটস ব্যবহার করতে পারেন। যা আপনার ঘরকে আরও মনোরম করে তুলবে। এ ছাড়া, আপনি চাইলে রঙিন আলোও ব্যবহার করতে পারেন।

ছোট ছোট সাজসজ্জার জিনিস:

আপনার ঘরের সাজসজ্জায় ছোট ছোট জিনিসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কয়েকটি নতুন ইনডোর প্ল্যান্টস, কিছু নতুন ছবি বা পেইন্টিং অথবা একটি নতুন ফুলদানি যোগ করতে পারেন। এ ছাড়া, আপনি কিছু শো পিস বা মূর্তি দিয়ে আপনার ঘরের সৌন্দর্য্য বাড়িয়ে তুলতে পারেন। এই ধরনের ছোট ছোট জিনিস আপনার ঘরের লুক অনেকটাই বদলে দেবে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement