প্রতীকী চিত্র
মা শ্মশানবাসিনী অর্থাৎ যে স্থানে মানুষের সমস্ত অহঙ্কার, জাগতিক চাওয়া-পাওয়া– সমস্ত কিছুর নাশ হয়। মানুষের স্থূলদেহের বিনাশ হয় যেখানে, সেখানেই তিনি অধিষ্ঠাত্রী স্বরূপ অবস্থান করেন। দেবীর রূপকল্প গভীর অর্থবহ -
চতুর্ভুজা
দেবী হলেন চতুর্ভুজা। চতুর্দিক জুড়ে তাঁর ব্যাপ্তি। সর্বত্রই তিনি বিরাজমানা। মাতা চতুর্বর্গ ফলপ্রদায়িনী এবং এই চতুর্বর্গফলকে নির্দিষ্ট করছে তাঁর চারটি হাত। অর্থাৎ তাঁর চার হাত যথাক্রমে ধর্ম, কাম, অর্থ ও মোক্ষকে দর্শায়।
▪️ ধর্মের অর্থ এক জন মানুষের অবশ্যপালনীয় সামাজিক কর্তব্য। যেমন আর্তের সেবা, দীনের সাহায্য, নারীর প্রতি সম্মান প্রদর্শন ইত্যাদি।
▪️ কামের অর্থ হল ইচ্ছা। এখানে কামনাকেই কাম হিসেবে বোঝানো হয়েছে। মানুষের কামনা থাকবে, তার নিজের উত্তরোত্তর উন্নয়ন। নিজের অন্তঃশ্রীর বৃদ্ধির ইচ্ছা জাগরুক করাকেই এখানে কাম বলে অভিহিত করা হয়েছে।
▪️অর্থ হলো জীবনের লক্ষ্য। বেঁচে থাকার লক্ষ্য কি শুধুই যাপন? কেন মানুষ এই সমাজে আসেন এবং একটি নির্দিষ্ট সময় ধরে বেঁচে থাকেন? সেই লক্ষ্যকে বুঝতে পারা এবং তাকে উপলব্ধির মরমে ধারণ করা হলো অর্থ।
▪️মোক্ষ হল মুক্তি। নিজের লোভ থেকে মুক্তি অর্থাৎ আত্মত্যাগ ও আত্মোপলব্ধি হলো মোক্ষ।
কৃষ্ণবর্ণা
কালী মেঘবরণা, ধ্যানের ভাষায় মহামেঘপ্রভা। মেঘের বর্ণ কৃষ্ণ, কালী কৃষ্ণবর্ণা।
'শ্বেতপীতাদিকো বর্ণো যথা কৃষ্ণে বিলীয়তে।
প্রবিশস্তি তথা কাল্যাং সর্ব্বভূতানি শৈলজে ॥
অতস্তস্যাঃ কালশক্তে নির্গুণায়া নিরাকৃতেঃ।
হিতায়া: প্রাপ্তযোগানাং বর্ণঃ কৃষ্ণো নিরূপিতঃ ॥'
-মহানির্ব্বাণতন্ত্রম: ত্রয়োদশ উল্লাস, ৫-৬ শ্লোক
অর্থাৎ, শ্রীসদাশিব মহাদেবীকে বলছেন;
হে গিরিকন্যে! শ্বেত, পীত ও অন্যান্য বর্ণ যেরূপ কৃষ্ণবর্ণে বিলীন হয়, সমুদয় পদার্থ সেইরূপ কালীতে বিলীন হয়ে থাকে। অতএব সেই গুণরহিতা নিরাকারা মঙ্গলময়ী কালশক্তির বর্ণকে যোগীগণ কৃষ্ণই দেখবে। যা সর্বকিছু শোষণ করে নেবে।
কালকে কলন করছেন বা কালের উপলব্ধি, তাই তিনি কালী( কাল+ঈ)। ঘটমান সমস্ত সময় বা কাল তাতেই গিয়ে মিশেছে।
কৃষ্ণবর্ণে সমস্ত রং মেশে বা কৃষ্ণবর্ণ সমস্ত রংকে শোষণ করে, তাই কালী কৃষ্ণবর্ণা।
একইসঙ্গে, এই কারণেই দেবী করাল বদনা এবং ভীষণা। তিনি সমস্ত কিছুকে গ্রাস করছেন। এই গ্রাস কথার অর্থ হল, এখানে ভক্তের নিবেদন, ভক্তি গ্রহণ ও তাঁর রিপু (তমোগুণ) গ্রাসপূর্বক, সত্ত্ব-তমো-রজঃ এই ত্রিগুণের সাম্যতা প্রদান করছেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।