প্রতীকী চিত্র
সংসার থেকে অর্থাভাব দূর করে সুখ-সমৃদ্ধি আনতে চান? তবে দুর্গাপুজোর সময়ে এই কয়েকটি টোটকা মেনে চলুন। সুফল পেতে পারেন হাতেনাতে।
আর্থিক সমস্যায় ভুগছেন কিংবা কখনওই আর্থিক সমস্যা আপনার পিছু ছাড়ছে না? তা হলে দুর্গাপুজোর সময়ে লাল রঙের কাপড়ে দুটো লবঙ্গ বেঁধে দেবী দুর্গার সামনে রাখুন। পুজোর পরে এটিকে তুলে লকারে রেখে দেবেন। সমস্যা থেকে মুক্তি মিলবে।
দেবীর কৃপা লাভ করতে চাইলে দুর্গাকে কর্পূর দিয়ে আরতি করুন। সেই সময়ে মনের ইচ্ছের কথা দেবীকে জানান।
দুর্গাপুজোর ক’দিন দেবী দুর্গার সামনে মাটির প্রদীপ রাখতে পারেন। সেই প্রদীপ দিয়ে দেবীকে আরতি করতে পারেন। এতে তাঁর কৃপা লাভ করা যায়।
বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে চাইলে দেবী দুর্গার আরতির সময়ে দুটো লবঙ্গ জ্বালিয়ে দিন। এতে নেতিবাচক শক্তি তো দূর হবেই, সংসারে আসবে সুখ-সমৃদ্ধি।
আর্থিক কষ্টে ভুগলে দুর্গাপুজোর ক’দিন সন্ধ্যাবেলা বাড়ির মূল গেটের সামনে লবঙ্গের তেলে প্রদীপ জ্বালিয়ে রাখুন। সুফল পাবেন।
এ ছাড়াও, এই সময়ে যদি দেবীর সামনে কর্পূর এবং লবঙ্গ এক সঙ্গে জ্বালিয়ে সেই ছাই বাড়ির বাইরে ফেলে দেন, তা হলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে।
এই সময়ে বাড়িতে বন্ধ ঘড়ি, দরজার সামনে অপরিষ্কার চটি বা জুতো রাখবেন না। ভাঙা মূর্তি থাকলে সেটাও বাড়ি থেকে বার করে দিন।
পারলে দুর্গাপুজোয় রোজ অঞ্জলি দিন, কেবল অষ্টমীতে নয়। সন্ধিপুজোর অঞ্জলি দেওয়ার চেষ্টা করুন।
এই সময়ে রোজ ১০৮ বার দুর্গানাম জপ করুন। এতে বিপদ দূর হয়। জীবনে শান্তি আসে।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।