প্রবল বৃষ্টিতে বানভাসি শহর। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জল জমে রয়েছে। প্রায় ১৭-১৮ ঘণ্টা কেটে যাওয়ার পরও জমা জল সেই অর্থে এখনও নামেনি।
ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় পুজো মণ্ডপের ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে সামনে বিপুল পরিমাণ জল জমে রয়েছে।
কাঠ, পাটাতন, বাঁশ ভাসছে জলে।
এমন অবস্থায় কী হাল শহরের ৩ খ্যাতনামা পুজোর, খোঁজ নিল আনন্দবাজার ডট কম।
তেলেঙ্গাবাগানের পুজোর উদ্যোক্তাদের ফোন করা হলে তাঁদের তরফে জানানো হয়, “পুরো ঠিকঠাক আছে কোনও অসুবিধা হয়নি।"
তিনি বলেন, "আমরা জানি পুজোর সময় বৃষ্টিটা হবে বলে উঁচু প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে। অনেক উঁচু করা হয়েছে প্যান্ডেল, তাতে জল ঢুকবে না। কোনও অসুবিধা হয়নি।”
প্রায় একই সুর শোনা গেল ৯৫ পল্লীর পুজো কমিটির এক সদস্যের মুখে। বিজয় দত্ত বলেন, “প্যান্ডেলের সামনে জল জমে আছে। ওই জল নেমে গেলেই হবে।"
তাঁর কথায়, ''প্যান্ডেলের কোনও ক্ষতি হয়নি। ঠাকুর, মণ্ডপ সব ঠিক আছে। ভাল ভাবে আছে। মণ্ডপের মধ্যে এখন লোক কাজ করছে। এখন ফিনিশিং চলছে।”
আজ ভোরেই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে যেখানে দেখা যাচ্ছে হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপের সামনে থইথই করছে জল।
বর্তমানে কী অবস্থা জানতে চাইলে শাশ্বত বসু জানান, “জল নামেনি। নামছে। তবে প্যান্ডেলের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ভয় ছিল, কিন্তু ক্ষতি হয়নি। সামনে জল জমে আছে।” (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।