প্রতীকী চিত্র
সত্যজিৎ রায়ের ফেলুদার হাত ধরে জয়সলমেরের দুর্গ হয়ে উঠেছে বাঙালির সাধের ‘সোনার কেল্লা’। প্রতি বছর বহু সংখ্যক বাঙালি রাজস্থানে যান পর্দায় দেখা এই স্থানকে চাক্ষুষ করতে। কিন্তু এ বার আর আপনাকে অনেক দিন সময় হাতে নিয়ে, বাজেট সেট করে সোনার কেল্লার উদ্দেশ্যে রওনা দিতে হবে না। বরং পুজোর মধ্যে এক দিন কেবল একটু সময় বের করে চলে আসতে হবে দক্ষিণ কলকাতার বালিগঞ্জে।
বালিগঞ্জ ৭১ পল্লীর এ বারের থিম সোনার কেল্লা। গোটা মণ্ডপ তো বটেই, পাড়াটাই যেন সেজে উঠেছে বইয়ের পাতার সেই চেনা সোনার কেল্লায়।
মরুভূমির মধ্যে ফেলুদার সেই দুর্ধর্ষ ‘চেজ়িং’ দৃশ্য থেকে বন্দুক হাতে ফেলুদা, সোনার কেল্লা, ডাক্তার হাজরা সহ মুকুল সবাই রয়েছেন। জটায়ুর হাততালি দেওয়া সিন থেকে কাঁকড়া বিছের ছবিও ধরা পড়েছে মণ্ডপে। বাদ যায়নি এই ছবির অতি পরিচিত সংলাপগুলি। রাখা হয়েছে সত্যজিৎ রায়ের একটি পোট্রেটও।
সোনার কেনার মধ্যেই এই মণ্ডপে অধিষ্ঠান করছেন দেবী দুর্গা। দুর্গার গায়ের রং হলুদ, পরনে লাল শাড়ি। থিমের পাশাপাশি মিষ্টি মাতৃমুখ নজর কাড়তে বাধ্য। মণ্ডপের পাশেই রয়েছে সেই ট্রেনও।
বইয়ের পাতায় পড়া হোক বা পর্দায় দেখার স্মৃতি, দু’টোকেই আরও এক বার উসকে দিতে চাইলে, কিংবা শহরে বসেই পুজোর সময় জয়সলমের ভ্রমণ করতে চাইলে কিন্তু এক বার এই মণ্ডপে ঢুঁ মারতেই পারেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।