Kolkata Durga Theme puja

সিংহ নয়, ঘোড়ার মতো দেখতে দেবীর বাহন! দক্ষিণের বাঁশদ্রোণী একতার এমন পুজোর কারণ জানেন?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৪
Share:

প্রতীকী চিত্র

চালচিত্রের সামনে সুসজ্জিত দেবী প্রতিমা। চার সন্তানকে নিয়ে দিব্যি বসে আছেন দুর্গা। মহিষাসুরও যথাস্থানে। কিন্তু দেবীর পায়ের দিকে তাকালেই কপালে ভাঁজ। সিংহ কোথায়? এ তো ঘোড়া! অবশ্য পুরোপুরি ঘোড়া নয়। বরং সিংহ আর ঘোড়ার মিশ্র রূপ বলাই শ্রেয়। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি পুজোমণ্ডপে দেখা মিলল এমন প্রতিমার। কিন্তু কোথায়, এর উত্তর জানার আগে জেনে নেওয়া যাক দুর্গার বাহনের এমন রূপের কারণ কী?

Advertisement

খেয়াল করলেই বোঝা যাবে বহু বনেদি বাড়িতে এই দৃশ্য কিন্তু নতুন নয়। দেবী তো সিংহবাহিনী। তা হলে এমন হঠাৎ ঘোটকমুখী সিংহের পিঠে চড়ে বসলেন কেন তিনি? এই নিয়ে অবশ্য নানা মুনির নানা মত।

কথিত আছে, অষ্টাদশ শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রাজ্যের মঙ্গল কামনায় মহালয়া থেকে শুরু করে নবমী পর্যন্ত যজ্ঞ করতেন। সেখানে দেবী পূজিত হতেন যোদ্ধারূপে। তখন দেবীর বাহন ঘোড়া।

Advertisement

আবার ১৮২৬ সালের ঘটনা। বারোয়ারি পুজো হবে বলে ঠিক হল। সবই ঠিক পথেই এগোচ্ছিল, মধ্যিখানে গোল বাঁধল! শাক্ত না কি বৈষ্ণব, কোন মতে পুজো করা হবে দেবীকে? পণ্ডিতেরা নিধান দিয়েছিলেন, একই প্রতিমাকে দুই বার দুই মতে পুজো করার। তাতেও হল না মীমাংসা। অবশেষে দু’য়ে মিলেই গড়া হয় প্রতিমা। শাক্ত মতে দুর্গার বাহন হয় সিংহ এবং বৈষ্ণব মতে সিংহরূপী ঘোড়া।

ঠিক এমনই নিদর্শন দেখা গেল বাঁশদ্রোণী একতার পুজোতে। এখানেও দেবী বসে ঘোটকমুখী সিংহের পিঠে। শিল্পী কৃষ্ণপ্রিয় দাশগুপ্তের মতে, বাংলার পালেরা ওড়িশার দ্বারা প্রভাবিত হয়েই এই ঘোটকমুখী সিংহের পুজো করতেন। সেই দারু বিগ্রহের আদলেই গড়ে উঠেছে এই প্রতিমা। এই ক্লাবের চলতি বছরের ভাবনা ‘এসো মা’। প্রতিমায় সৌমেন পাল।

‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement