Fatakesto Kali Puja 2025

কেবল বদলে যাওয়া দেবী প্রতিমার মুখের আদল নয়, ফাটাকেষ্টর কালীপুজোয় নজর কাড়ছে মণ্ডপে প্রবেশ পথের আলপনা

রাস্তা জুড়ে আঁকা এই রঙিন আলপনা দেখে মুগ্ধ আমজনতা!

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৩:৫৯
Share:
০১ ১০

ফাটাকেষ্ট কালীপুজো - তিলোত্তমার এক ঐতিহ্য: এটি কলকাতার অন্যতম বিখ্যাত কালীপুজো। এর জাঁকজমক সারা শহরে সুপরিচিত। প্রতি বছর হাজার হাজার ভক্তের ভিড় হয় এখানে। ২০২৫ সালেও কালীপুজো উপলক্ষে বিরাট আয়োজন করা হয়েছে।

০২ ১০

প্রধান আকর্ষণ - রাস্তার বুকে সুবিশাল আলপনা: এ বছর এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হল সুবিশাল আলপনা! পুজো মণ্ডপের সামনে রাস্তা জুড়ে আঁকা হয়েছে এই শিল্পকর্ম। এটি একটি রঙিন এবং চোখ ধাঁধানো পরিবেশনা! আলপনাটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে দিয়েছে।

Advertisement
০৩ ১০

ক্যানভাস যখন গোটা রাস্তা: এই আলপনাটি আকারে বিশাল। পুরো রাস্তাটিই যেন শিল্পীর ক্যানভাস হয়ে উঠেছে। সুবিশাল এই আলপনা উৎসবের মেজাজ বহুগুণ বাড়িয়ে দিয়েছে!

০৪ ১০

রঙের ছটায় প্রাণবন্ত আলপনা: এই আলপনায় ব্যবহার করা হয়েছে উজ্জ্বল সব রং! লাল, হলুদ, সবুজ, নীল — নানা রঙের রয়েছে ছিল এতে। এই রঙিন আলপনা সকলের মন ছুঁয়ে যাচ্ছে। পথচারীরা মুগ্ধ হয়ে এই শিল্পকর্ম দেখছেন।

০৫ ১০

অক্লান্ত পরিশ্রমে শিল্প সৃষ্টি: এক দল শিল্পী মিলে এই আলপনাটি তৈরি করেছেন। দিনের পর দিন চলেছে তাঁদের কাজ। রাস্তার বুকে এমন কাজ সত্যিই কঠিন। তাঁদের কঠোর পরিশ্রমে এই রঙিন শিল্প ফুটে উঠেছে।

০৬ ১০

মাকে স্বাগত জানানোর রঙিন পথ: এই আলপনা মা কালীকে স্বাগত জানানোর জন্য! মণ্ডপে প্রবেশের পথে এটি তৈরি করা হয়েছে। আলপনাটি যেন মায়ের প্রতি তাঁর ভক্তদের ভালবাসার প্রতীক।

০৭ ১০

ফাটাকেষ্ট কালীর নতুন রূপ: এ বছর ফাটাকেষ্ট কালীর প্রতিমা তৈরি করেছেন এক জন অন্য শিল্পী। শিল্পী মিন্টু পাল এ বার প্রতিমার দায়িত্বে ছিলেন। দেবী প্রতিমার উচ্চতা করা হয়েছে ১৫ ফুট। নতুন রূপে মায়ের মুখশ্রী কিছুটা বদলে গিয়েছে বলে দাবি করা হচ্ছে।

০৮ ১০

ডনের শুরু করা পুজো: এই পুজো শুরু করেছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত। তিনি ‘ফাটাকেষ্ট’ নামেই পরিচিত ছিলেন। ১৯৯২ সালে তাঁর মৃত্যুর পর আজও এই পুজো চলছে। এটি কলকাতার কালীপুজোর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।

০৯ ১০

আলো আর শিল্পের মেলবন্ধন: এ বারের পুজো মণ্ডপের সামনে আঁকা আলপনাটি রাতে আরও বেশি উজ্জ্বল হয়ে উঠছে। চারপাশের আলোর সঙ্গে এর রং মিশে এক জাদুকরী পরিবেশ তৈরি করছে যেন! এই দৃশ্য দেখতে রাতেও ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। পুরো এলাকাটিই যেন উৎসবের রঙে সেজে উঠেছে!

১০ ১০

শিল্প আর ভক্তির উদযাপন: এই সুবিশাল আলপনা ফাটাকেষ্ট কালীপুজোর গর্ব হয়ে উঠেছে। এটি কলকাতার রাস্তায় শিল্পসৃষ্টিকে এক অনন্য মাত্রা দিয়েছে। এটি কেবল আলপনা নয়, ভক্তি আর শিল্পের এক সুন্দর মিশ্রণ। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement