সংগৃহীত চিত্র।
বিগত প্রায় এক দশকের কিছু বেশি সময় ধরে সোনাগাছি এলাকায় দুর্গাপুজোর আয়োজন করছে দুর্বার মহিলা দুর্গোৎসব কমিটি। যৌনকর্মীদের আয়োজিত এই পুজো দেখতে প্রতি বছরই বহু মানুষ আসেন। এ বার সেই পুজোই ১৩তম বছরে পা দিল।
এই পুজোর বিষয়ে দুর্বার মহিলা সমন্বয় সমিতির সম্পাদক বিশাখা লস্কর আনন্দবাজার ডট কমকে বলেন, “আমাদের দুর্বারের ৩০ বছর চলছে, পুজোর ১৩ বছর।” তাঁদের এ বারের থিম, '৩০ বছরে দুর্বার: ১৩টা শরৎ মা দুর্গার আশীর্বাদ ন্যায় বিচারের লড়াই লড়ছি।' এটির ব্যাখ্যা করে তাঁদের তরফে জানানো হয়েছে, 'মহিষাসুরমর্দিনীতে যে ভাবে দুষ্টের দমন ঘটিয়ে শিষ্টের পালন করেছিলেন দেবী, তেমন ভাবেই যৌনকর্মীদের সামাজিক স্বীকৃতি, অধিকার, এবং তাঁদের সম্মানের জন্য আমরাও দীর্ঘ দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছি।'
এই বছর চতুর্থী অর্থাৎ ২৬ সেপ্টেম্বর উদ্বোধন হবে এই পুজোর। সেখানে কারা আমন্ত্রিত জানতে চাইলে বিশাখা লস্কর বলেন, “আমরা আমন্ত্রণ সবাইকেই করি, এ বার যাঁরা আসবেন। মদন মিত্রকে আমন্ত্রণ করা হয়েছে, উনি আমাদের পুজোর সভাপতি। উনি আসবেনই। এ ছাড়া পাড়ার কাউন্সিলর, অভিনেত্রী পায়েল দে-কেও আমন্ত্রণ জানানো হয়েছে।”
শুধু সোনাগাছি নয়, দুর্বার দুর্গাপুজোর আনন্দ মাতবে দুর্গাপুর, আসানসোল, আলিপুরদুয়ার এবং বিষ্ণুপুরের পুজোর সঙ্গেও।
উদ্বোধনের দিন বয়স্কা যৌনকর্মীদের ২ হাজার টাকা এবং শাড়ি দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।