Durga Puja 2022

কোন ঠাকুর দেখতে গেলে কোন মেট্রো ষ্টেশনে নামবেন? দেখে নিন এক নজরে

ঠাকুর দেখার জন্য শহরের কোন পথে গেলে ভিড় এড়ানো সম্ভব? কোন মেট্রো রুট ধরলে কাছে পড়বে শহরের বিখ্যাত পুজো মণ্ডপগুলি? চলুন দেখে নেওয়া যাক!

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৩
Share:
০১ ১৮

পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দেবীপক্ষের সূচনা হতে না হতেই উত্‍সবের আবহে গা ভাসিয়েছে শহরবাসী। ইতিমধ্যেই একাধিক পুজো মণ্ডপেরও উদ্বোধন হয়ে গিয়েছে। ফলে পুজোর চারটে দিনের জন্য অপেক্ষা না করে এখন থেকেই পুজো পরিক্রমার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে বাঙালির। ঠাকুর দেখার জন্য শহরের কোন পথে গেলে ভিড় এড়ানো সম্ভব? কোন মেট্রো রুট ধরলে কাছে পড়বে শহরের বিখ্যাত পুজো মণ্ডপগুলি? চলুন দেখে নেওয়া যাক

০২ ১৮

বেলগাছিয়া মেট্রো স্টেশন- এই মেট্রো স্টেশন থেকে চলে যেতে পারেন মেট্রো রেলওয়ে আবাসিক সংঘ, টালা পার্ক, নতুন পল্লি প্রদীপ সংঘ, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরুণ দল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।

Advertisement
০৩ ১৮

শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলে দেখে নেওয়া যাবে বাগবাজার সর্বজনীন, ফ্রেন্ডস ইউনিয়ন, জগত্‍ মুখার্জি পার্কের মতো বিখ্যাত পুজো মণ্ডপগুলি।

০৪ ১৮

শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে আহিরীটোলা সর্বজনীন, বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, কাকুড়গাছি যুবকবৃন্দ, গৌরীবাড়ি সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো।

০৫ ১৮

গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামলে দেখা যাবে শিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি।

০৬ ১৮

এম জি রোড মেট্রো স্টেশনে নামলে যাওয়া যাবে মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়্যার, শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব।

০৭ ১৮

সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কাছে পড়বে সন্তোষ মিত্র স্কোয়্যার, সুবোধ মল্লিক স্কোয়্যার।

০৮ ১৮

চাঁদনি চক মেট্রো স্টেশনে নামলেই পৌঁছে যাওয়া যাবে তালতলা সর্বজনীনে।

০৯ ১৮

রবীন্দ্র সদন স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে গোখেল স্পোর্টিং, চক্রবেরিয়া সর্বজনীনে।

১০ ১৮

নেতাজি ভবনে নামলে পৌঁছনো যাবে হরিশ পার্ক, ২২ পল্লি, ৭৬ পল্লি, রায় স্ট্রিট পার্ক, পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন, সংঘমিত্রা, ভবানীপুর দুর্গোত্‍সব, ম্যাডক্স স্কোয়্যার, ভবানীপুর স্বাধীন সংঘ, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ৭৫ পল্লিতে।

১১ ১৮

যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে পড়বে ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মৈত্রী মন্দির, বকুল বাগান সর্বজনীন দুর্গোত্‍সব।

১২ ১৮

কালীঘাট মেট্রো স্টেশনে নামলে পৌঁছে যাওয়া দক্ষিণ কলকাতার একগুচ্ছ বড় পুজো মণ্ডপে। তালিকায় রয়েছে দেশপ্রিয় পার্ক, সংঘশ্রী, সিংহি পার্ক, প্রসার নবডাঙা সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, আদি লেক পল্লি, সমাজসেবী সংঘ, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, একডালিয়া এভারগ্রিনে।

১৩ ১৮

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে পৌঁছনো যাবে নবপল্লি সংঘ, সুরুচি সংঘ, মুদিয়ালি, শিব মন্দির, তরুণ সংঘ পুজো মণ্ডপে।

১৪ ১৮

মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে পৌঁছানো যাবে অশোকনগর, অজেয় সংহতি, বড়িশা ক্লাব, পল্লি উন্নয়ন সমিতি, গ্রাহামস ল্যান্ড সর্বজনীন দুর্গোত্‍সব, পুটিয়ারি ক্লাব, ৪১ পল্লির মতো পুজো মণ্ডপগুলিতে।

১৫ ১৮

নেতাজি মেট্রো স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে পল্লি উন্নয়ন সমিতি, নেতাজি নগর সর্বজনীন দুর্গোত্‍সবের মণ্ডপে।

১৬ ১৮

মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে যাওয়া যাবে মৈত্রী পার্ক সর্বজনীন, রয়নগর উন্নয়ন সমিতিতে।

১৭ ১৮

গীতাঞ্জলী মেট্রো স্টেশন থেকে যাওয়া যায় নাকতলা উদয়ন সংঘের পুজো মণ্ডপে।

১৮ ১৮

কবি নজরুল থেকে যাওয়া যাবে পঞ্চ দুর্গা এবং নব দুর্গার মণ্ডপে।

কলমে অদ্রিজা ঘোষ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement