Sonagachi’s Unique Puja

মাটির প্রতিমা নয়, এ বার সোনাগাছির চমক জীবন্ত দুর্গা! উদ্বোধনে আসছেন ঊষা উত্থুপ সহ কারা?

যৌনকর্মীরা এই পুজোর আয়োজন করে থাকেন। এই বছর এশিয়া মহাদেশের বৃহত্তম যৌনপল্লীর যৌনকর্মীদের সন্তানেরা এই পুজোর উদ্যোক্তা।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯
Share:

সংগৃহীত চিত্র।

বিগত কয়েক বছর ধরে সোনাগাছিতে সাড়ম্বরে দুর্গাপুজোর আয়োজন করা হয়। যৌনকর্মীরা এই পুজোর আয়োজন করে থাকেন। এই বছর এশিয়া মহাদেশের বৃহত্তম যৌনপল্লীর যৌনকর্মীদের সন্তানেরা এই পুজোর উদ্যোগ নিয়েছেন।

Advertisement

চলতি বছরে সোনাগাছির এই দুর্গাপুজোটি এই অঞ্চলের শীতলা মন্দিরের কাছে হবে বলে জানা গিয়েছে। শহর জুড়ে নানা থিমের ভিড়ে এই পুজো যেন একে বারেই অন্য রকম হতে চলেছে। তাঁদের এই বছরের উদ্বোধনে থাকবে একাধিক চমক।

আগামী ২২ সেপ্টেম্বর অর্থাৎ প্রতিপদের দিন সোনাগাছির দুর্গাপুজোর উদ্বোধন হবে। আর তার জন্যই এলাহি আয়োজন করা হয়েছে। এ দিন এই পুজোর উদ্বোধনে হাজির থাকবেন মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক দেবাশিস কুমার। পদ্মভূষণ প্রাপক সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ সহ বাংলা সিনে জগতের একাধিক তারকাও উপস্থিত থাকবেন।

Advertisement

আর কী চমক থাকছে এ বার সোনাগাছির পুজোতে? এখানে কোনও মাটির প্রতিমা থাকছে না। ভাবছেন তা হলে কীসে পুজো হবে? জীবন্ত প্রতিমা থাকবে এই মণ্ডপে। হ্যাঁ, দুর্গা থেকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলেই হবে জীবন্ত। বর্তমানে তারই মহড়া চলছে কলকাতার এই পাড়ায়।

এখানকার মণ্ডপে প্রায় প্রতি দিন নাচ, গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে আর কী, উত্তর কলকাতায় যে দিন ঠাকুর দেখতে আসবেন, এক বার ঢুঁ মারবেন নাকি এখানে?

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement