Durgapur Jagadhatri Theme Puja

থিমের নিরিখে পিছিয়ে নেই ইস্পাত নগরীও! জগদ্ধাত্রী আরাধনায় উঠে এল ‘মহাভারত’-এর আখ্যান

আধুনিকতা ও ঐতিহ্যের মিশেলে দর্শনার্থীদের মুগ্ধ করছে একের পর এক মণ্ডপ।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৩:৫০
Share:

প্রতীকী চিত্র।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই চোখ ধাঁধানো আলোর জোয়ার। আর সেই সঙ্গে থিমের মেলবন্ধন। আধুনিকতা ও ঐতিহ্যের মিশেলে দর্শনার্থীদের মুগ্ধ করছে একের পর এক মণ্ডপ। তবে পিছিয়ে নেই অন্যান্য জায়গাগুলিও।

Advertisement

সেই তালিকাতেই রয়েছে দুর্গাপুরের নাম। এই ইস্পাত নগরীর শিবাজি রোড এলাকার অরবিন্দ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো এ বছর হয়ে দাঁড়িয়েছে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র। দীপাবলির আলো ফিকে হতে না হতেই জগদ্ধাত্রী বন্দনার সুর শোনা যায় এখানে। প্রতি বছরের মতো এ বারও নতুন চমক নিয়ে প্রস্তুত ক্লাবকর্তারা।

৩০তম বর্ষে অরবিন্দ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের ভাবনায় উঠে এল ‘মহাভারত’-এর আখ্যান। কিন্তু কেন এমন ভাবনা বেছে নেওয়া? ক্লাবকর্তাদের মতে, মহাভারতই হল আজকের সমাজের পথপ্রদর্শক। সমাজে চলার পথে প্রতি মুহূর্তে উঠে আসছে মহাভারতের নানা যোগসূত্র।

Advertisement

মণ্ডপ ঘুরে দেখলেও সেই মেলবন্ধন স্পষ্ট। মহাভারতের নানা অংশ, নানা অধ্যায়কে নিপুণ ভাবেই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ চত্বর জুড়ে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement