kali Puja 2022

কলকাতার বিখ্যাত কালীপুজো কোনগুলি জানেন? দেখে নিন এক ঝলকে

পশ্চিমবঙ্গের বিভিন্ন কালীপুজোর মাহাত্ম্য বিশেষ ভাবে জনপ্রিয় সারা দেশে। তাই বিভিন্ন প্রান্ত থেকে বছরের এই সময়টায় মানুষ ছুটে আসেন এ রাজ্যের পুজো দেখতে

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ২০:০২
Share:
০১ ০৭

কালীপুজোর একাল সেকাল সবটুকুই ধরা আছে ইতিহাসের পাতায় ও লোকমুখে প্রচলিত নানা কাহিনিতে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কালীপুজোর মাহাত্ম্য বিশেষ ভাবে জনপ্রিয় সারা দেশে। তাই বিভিন্ন প্রান্ত থেকে বছরের এই সময়টায় মানুষ ছুটে আসেন এ রাজ্যের পুজো দেখতে।

০২ ০৭

বিশেষত শহর কলকাতায় নামে দর্শনার্থীর ঢল। ‘কালী কলকাত্তাওয়ালি’র নানা অবতারেরই যে দেশজোড়া খ্যাতি! দীপাবলির দোরগোড়ায় দাঁড়িয়ে তাই এক নজরে দেখে নিন, মহানগরীর কোন কোন পুজো রয়েছে আকর্ষণের কেন্দ্রে।

Advertisement
০৩ ০৭

দক্ষিণেশ্বর কালী মন্দির- বলা যায়, জনপ্রিয়তার নিরিখে দক্ষিণেশ্বরের কালী পুজো শীর্ষস্থানীয়। একটি বার এখানকার মায়ের দর্শন পেতে সারা বছরই ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। কালীপুজোর সময়ে তো কথাই নেই! দক্ষিণেশ্বরে দেবী পূজিতা হন ভবতারিণী রূপে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে, দীপান্বিতা কালীপুজোর দিনে এখানে দর্শনার্থীদের ভিড় দেখার মতো!

০৪ ০৭

কালীঘাট- হিন্দুশাস্ত্র মতে, মা কালী দেবদেবীদের মধ্যে সবথেকে জাগ্রত। তাই তাঁর ভক্তদের নিষ্ঠাও তেমনই। একান্নপীঠের একপীঠ দেবতীর্থ কালীঘাটের কালী খুবই জনপ্রিয়। ভক্তেরা বলেন, এখানে দেবী খুবই জাগ্রত। দর্শনার্থীরা কখনওই নাকি খালি হাতে ফেরেন না। মন্দির সংলগ্ন একটি কুণ্ডে সতীর ডান পায়ের একটি আঙুল পাওয়া গিয়েছিল, লোকচক্ষুর অন্তরালে যা এখনও রক্ষিত আছে মন্দিরের সিন্দুকে।

০৫ ০৭

টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দির- ইতিহাস বলে, বড়িশার নন্দদুলাল রায়চৌধুরীর কন্যা করুণাময়ীর মৃত্যুর পরে বাবাকে তিনি স্বপ্নাদেশ দেন। একটি বিশেষ কষ্টিপাথর দেখিয়ে বলেন, তিনি এই রূপে থেকে যাবেন। তাই তাঁর বাবা সেই কষ্টিপাথর থেকে কালীমূর্তি গড়ে ‘মা করুণাময়ী’ নামে পুজো করা শুরু করেন তাঁকে। বিখ্যাত এই পুজো দেখতে আজও ভিড় জমান নানা জায়গার মানুষ।

০৬ ০৭

ঠনঠনিয়া কালীবাড়ি- উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির অতি প্রাচীন ও অত্যন্ত জনপ্রিয়। জনশ্রুতি বলে, যে অতীতে ডাকাতদের আক্রমণ থেকে সতর্ক করার জন্য এই মন্দিরের ঘণ্টা বাজিয়ে ঠনঠন শব্দ করা হত। সেই থেকেই এই মন্দিরের নাম ঠনঠনিয়া কালীবাড়ি। প্রতি বছর এই কালীমূর্তিকে নতুন ভাবে সাজানো হয়। তা দেখতে জমায়েত হয় অগণিত ভক্তের।

০৭ ০৭

ফিরিঙ্গী কালীবাড়ি- উনিশ শতকে পর্তুগিজ বংশোদ্ভূত অ্যান্টনি হেন্সম্যান নামে এক কবিয়াল এই দেবস্থানে এসেই উপলব্ধি করেছিলেন, খ্রিস্ট আর কৃষ্ণ একই। তাঁর অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত এই মন্দিরে পূজিতা হন সিদ্ধেশ্বরী কালী মা, যাঁকে ভক্তরা ‘ফিরিঙ্গি কালী’ নামেও পুজো করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement