প্রতীকী চিত্র।
চন্দননগর, কৃষ্ণনগর-সহ এই বাংলার অন্যান্য প্রান্তের মতোই উত্তরবঙ্গের শিলিগুড়িও এখন জগদ্ধাত্রী পুজো ঘিরে মেতে ওঠে নতুন উদ্দীপনায়! এ বছর শিলিগুড়ির অন্যতম নামকরা পুজো কমিটি 'আলিঙ্গন' তাদের জগদ্ধাত্রী পুজোয় এক বিশাল চমক নিয়ে আসছে! জানা যাচ্ছে, এ বার তাদের থিম হতে চলেছে 'ডিজ়নিল্যান্ড'!
থিম: 'ডিজনি ল্যান্ড', বাজেট আকাশছোঁয়া!
থিমের আকর্ষণ: আলিঙ্গন কর্তৃপক্ষ সূত্রে খবর, এ বছর তারা তাদের মণ্ডপ ও আলোকসজ্জায় বিশ্বের জনপ্রিয় বিনোদন পার্ক 'ডিজ়নিল্যান্ড'-এর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলবে। মণ্ডপটি এমন ভাবে তৈরি করা হবে, যাতে দর্শনার্থীরা পুজো দেখতে এসে যেন এক কল্পনার জগতে প্রবেশ করতে পারেন!
আলোকসজ্জার বিশেষত্ব: চন্দননগরের মতো শিলিগুড়িতেও আলোর বিশেষ গুরুত্ব রয়েছে। এ বছর সংশ্লিষ্ট পুজো মণ্ডপে ডিজনির সৃষ্টি করা বিভিন্ন চরিত্র - যেমন - মিকি মাউস, ডোনাল্ড ডাক এবং অন্যান্য কার্টুনগুলি আলোর মাধ্যমে জীবন্ত করে তোলা হবে। শিশুদের জন্য এটি হবে এক বিশাল আকর্ষণ।
বাজেট: এই থিমকে বাস্তব রূপ দিতে পুজো কমিটির বাজেটও রাখা হয়েছে যথেষ্ট বড়। যা উত্তরবঙ্গের জগদ্ধাত্রী পুজোয় নতুন মাত্রা যোগ করবে।
শিলিগুড়ির জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তা:
এক সময় জগদ্ধাত্রী পুজো বলতে শুধু মাত্র হুগলির চন্দননগর ও নদিয়ার কৃষ্ণনগরকেই বোঝাত। তবে বিগত কয়েক বছরে শিলিগুড়িতেও এই পুজোর জাঁকজমক বহু গুণ বেড়েছে। এখানকার বেশ কয়েকটি পুজো কমিটি থিম ও প্রতিমার অভিনবত্বে নজর কাড়ে প্রতি বছর। যাদের মধ্যে আলিঙ্গন অন্যতম। এ বার 'ডিজ়নিল্যান্ড'-এর মতো একটি আন্তর্জাতিক থিম বেছে নেওয়ায় পুজো প্রাঙ্গণে জনসমাগম আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।