Bhadreshwar Jagadhatri Puja 2025

পুজো মণ্ডপ নাকি ‘স্ত্রী’-‘ভেড়িয়া’র 'যুদ্ধক্ষেত্র'! নজর কাড়ছে ভদ্রেশ্বরের মহাবীর সংঘের জগদ্ধাত্রী আরাধনার আয়োজন

এই মণ্ডপ সজ্জায় আলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৭:১৯
Share:

সংগৃহীত চিত্র।

পুজো মণ্ডপে ঢুকলেই মনে হবে, এ কোথায় চলে এলাম রে বাবা? এমনকী এমনও মনে হতে পারে যে, এই বুঝি স্কন্ধকাটা ঝাঁপিয়ে পড়ল! কিংবা তেড়ে এল 'ভেড়িয়া'! এমনকী, আপনার মনে হতে পারে, আপনার পাশেই বুঝি দাঁড়িয়ে রয়েছে 'স্ত্রী' আর 'ভিকি'! ভাবছেন তো এ সব কী কথা বলছি? আসলে এই সব অনুভূতিগুলিই আপনি পেতে পারেন, যদি পৌঁছে যান হুগলির ভদ্রেশ্বরের মহাবীর সংঘের এ বারের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে।

Advertisement

এ বছর পুজোর প্রথম থেকেই এই বারোয়ারি মণ্ডপ সকলের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। কারণ, এই পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে বলিউডি ব্লকব্লাস্টার 'স্ত্রী-২' ছবির অনুকরণে। এটাই এই পুজোর এ বারের থিম।

যাঁরা স্ত্রী-২ দেখেছেন, তাঁরা তো ছবির কাহিনি জানেন। কিন্তু, যাঁরা ছবিটি দেখেননি, তাঁদের জন্য বলা যায়, ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য এই পুজো মণ্ডপের অন্দরে তুলে ধরা হয়েছে। বিষয়টি উপভোগ্য করে তুলতে আলোর ব্যবহার করা হয়েছে অত্যন্ত বুঝে শুনে। যা দর্শনার্থীরা খুবই পছন্দ করছেন বলে জানা গিয়েছে।

Advertisement

তবে, মণ্ডপের দেবী প্রতিমা নিয়ে বিশেষ কোনও পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাননি উদ্যোক্তারা। মা জগদ্ধাত্রী এখানে উপস্থিত রয়েছেন তাঁর সাবেকি ডাকের সাজেই। প্রতিমার দিকে চোখ গেলেই মন ভরে উঠবে এক রাশ ভালো লাগায়।

প্রসঙ্গত, মহাবীর সংঘের এই পুজো মণ্ডপটি ভদ্রেশ্বর গেট বাজারের একে বারেই কাছেই গড়ে তোলা হয়েছে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement