কালীপুজো উপলক্ষ্যে এই বছরও তারাপীঠে তারা মায়ের শিলামূর্তিকে সোমবার ভোর চারটে নাগাদ মহাস্নান করানো হবে।
তার পর দেবীকে পরানো হবে রাজবেশ। হবে মঙ্গলারতি। এর পরই খুলে যাবে মন্দিরের গেট।
তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কালীপুজোর দিন সারা রাত মন্দির খোলা থাকবে।
সন্ধ্যা ছয়টা নাগাদ দেবীর সন্ধ্যারতি হবে।
নিশিপুজো শুরু হবে রাত ১১টার পর। হবে বিশেষ আরতি।
এই সময়ের আগে দেবী সেজে উঠবে সোনার গহনা এবং ডাকের সাজে।
কার্তিক অমাবস্যায় কালীরূপে পূজিত হন দেবী তারা।
এ দিন দেবীকে বিশেষ ভোগ দেওয়ার রীতি আছে। কী কী থাকে দেবীর ভোগের থালায়?
কালীপুজোর দুপুরে দেবীকে ভাত, পোলাও সহ ডাল, পাঁচ রকম ভাজা দেওয়া হয়। থাকে পাঁচ রকমের তরকারি, মাছ। বিশেষ ভোগ হিসেবে থাকে বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া।
এ ছাড়াও ভোগের থালায় চাটনি, পায়েস, মিষ্টি এবং কারণবারি।
সন্ধ্যায় শীতলভোগে থাকবে লুচি, মিষ্টি, খই, মুড়কি, ইত্যাদি। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।