Durga Puja 2020

উৎসবে ঘরের পরিবেশ শুদ্ধ হোক এয়ার পিউরিফায়ারে

প্লাজমাক্লাস্টার আয়ন টেকনোলজি। ঘরের মধ্যেকার বায়ু দূষণকে প্রতিরোধ করে অনেক বেশি শক্তিতে।

Advertisement

স্বপন দাস

কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১৪:০০
Share:

অতিমারীর দিনকাল। এই পরিস্থিতিতে চারপাশের পরিবেশকে নিজেদের স্বার্থেই সুস্থ ও শুদ্ধ রাখা একান্ত প্রয়োজন। বিশেষত, ঘরের ভিতরকার পরিবেশ। আর তা সম্ভব করতে পারে একমাত্র একটি অত্যাধুনিক এয়ার পিউরিফায়ার। এটি ঘরকে অনেকখানি স্যানিটাইজ তো করবেই, সেই সঙ্গে বাতাসকেও দূষণ মুক্ত করবে। নানা রোগের জীবাণুবাহী ধূলিকণাকেও বার করে দেবে ঘর থেকে।

Advertisement

অনেকে মনে করেন এ শহর বা রাজ্যে, বা আধুনিক যে কোনও শহরের দূষিত বাতাসকে পরিশোধন করা সহজ নয়। কিন্তু এই ধারণা আজকের দিনে একটু হয়তো পাল্টাতেই হবে। কারণ, ইদানীং এয়ার পিউরিফায়ারে যে কারিগরি বা প্রযুক্তি ব্যবহার করছেন প্রস্তুতকারকরা, তা বাতাসে ভাসমান ধূলিকণার মধ্যে থাকা ব্যাক্টেরিয়াকে যেমন আটকাবে, তেমনই ক্ষতিকারক নানা উপাদানকেও পরিশোধন করবে। ফলে প্রাত্যহিক জীবন হবে অনেক নিরাপদ, অন্ততঃ আমাদের ঘরের ভিতর।

একটি প্রযুক্তির কথা এই প্রসঙ্গে বলি- প্লাজমাক্লাস্টার আয়ন টেকনোলজি। এটি বাতাসের পজিটিভ ও নেগেটিভ আয়নকে শোধন করে। এখন একটি এয়ার পিউরিফায়ারের মধ্যেকার যে ফিল্টারটি থাকে, তা অনেক বেশি শক্তিশালী। ফলে ঘরের মধ্যেকার বায়ু দূষণকে প্রতিরোধ করে অনেক বেশি শক্তিতে। তবে মনে রাখতে হবে, একটি শক্তিশালী এয়ার পিউরিফায়ার সর্বাধিক ২০০ বর্গফুট ঘরের বাতাসকে পরিশোধন করতে পারে। এ ছাড়াও আছে সেন্স কাটিং প্রযুক্তি। এই প্রযুক্তিতে অতিক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষাক্ত কণাকে চিহ্নিত করে তা পরিশোধন করে দেয় এয়ার পিউরিফায়ার। এ ছাড়া ধোঁয়া, ধুলো থেকে মুক্তি দেয় তো বটেই।

Advertisement

আরও পড়ুন: সাধ্যের মধ্যে ওয়ান প্লাস, সাধ মেটাবেন নাকি?

এখনকার প্রয়জনীয়তার কথা মাথায় রেখে বেশ কয়েকটি প্রস্তুতকারক ব্র্যান্ড নিজেদের পিউরিফায়ারে রাখছেন এই সব আধুনিক কারিগরি বা প্রযুক্তি। এমনই কয়েকটি ব্র্যান্ড হল- শার্প, ফিলিপস, এয়ার ওকে, স্যামসুং, কোওয়ে, এম আই প্রভৃতি।

ব্যাক্টেরিয়া-সমেত কত ক্ষুদ্র বায়ুকণাকে পিউরিফায়ারটি শুদ্ধ করতে পারে, সেটা দেখবেন।

এয়ার পিউরিফায়ার কিনতে যাওয়ার আগে রইল কিছু টিপস-

১। ফিল্টারের ক্ষমতা দেখে নেবেন। তা ধোঁয়া আর ধুলোকে কতটা ঘর থেকে বার করতে সক্ষম, সেটাও দেখবেন। জেনে নিন কী ফিল্টার। বিশেষত HEPA হলে ভাল হয়।

২। ব্যাক্টেরিয়া-সমেত কত ক্ষুদ্র বায়ুকণাকে পিউরিফায়ারটি শুদ্ধ করতে পারে, সেটা দেখবেন।

৩। আপনার ঘরের ফ্লোর এরিয়া কত? তার জন্য কী ধরনের এয়ার পিউরিফায়ার প্রয়োজন, ইন্টারনেট থেকে সে সম্পর্কে একটু ধারণা তৈরি করে নেবেন কিনতে যাওয়ার আগে।

৪। এয়ার পিউরিফায়ারের ব্র্যান্ড রেটিং নেটে দেখে নেবেন।

৫। এখন অনেক ছোট আকারের এয়ার পিউরিফায়ার বেরিয়েছে। সেগুলিও ভাল কাজ করে। নিতে পারেন এই ধরনের পিউরিফায়ারও।

৬। পুরো ঘর জুড়ে, অর্থাৎ ৩৬০ ডিগ্রি কাজ করে কি না, জেনে নেবেন।

উৎসব ডিসকাউন্টে এয়ার পিউরিফায়ারে দামে অনেকটাই ছাড় দিচ্ছে বিভিন্ন সংস্থা। অনলাইনে একটু বেশি-ই। দাম শুরু ওই ১০ হাজার থেকে। তবে ১৭ হাজারের মধ্যে খুব ভাল মানের এয়ার পিউরিফায়ার পেয়ে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন