South Kolkata Pandals

দক্ষিণের ঠাকুর দেখতে এসে কোন মণ্ডপগুলি একে বারেই মিস করবেন না?

দক্ষিণ কলকাতার দুর্গাপুজো খুবই বিখ্যাত। শহরের দক্ষিণে এলে কোন কোন ঠাকুর দেখতেই হবে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯
Share:

প্রতীকী চিত্র

দক্ষিণ কলকাতার দুর্গাপুজোগুলো অনেক পুরানো জমিদার বাড়ির ঐতিহ্য বহন করে। আধুনিক স্থাপত্যের এক চমৎকার সম্বন্ধয়। এখানকার পুজা মণ্ডপ গুলো বিভিন্ন থিমের ও নান্দনিক আলোকসজ্জায় দেখা যায়। দক্ষিণ কলকাতার কিছু বিখ্যাত মণ্ডপ এবং ঠাকুর দেখতে পারেন।

Advertisement

কলকাতা শহরের দক্ষিণ দিকের কিছু বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ হল:

সুরুচি সঙ্ঘ, চেতলা অগ্রণী, একডালিয়া, দেশপ্রিয়, হিন্দুস্তান পার্ক, মুদিয়ালি ক্লাব, সন্তোষমিত্র স্কয়ার, হিন্দুস্তান ক্লাব ইত্যাদি।

Advertisement

সুরুচি সঙ্ঘ: এই মণ্ডপে থিমের কাজ খুব আকর্ষণীয় হয়, যা দর্শকের মন জয় করে। এমনকি প্রতিমা করে দুর্ধস্য।

চেতলা অগ্রণী: চেতলা অগ্রণী ক্লাব কলকাতার একটি বিখ্যাত দুর্গাপূজা মণ্ডপ। এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো খুব ধুমধাম করে অনুষ্ঠিত হয়। চেতলা অগ্রণী তাদের থিম এবং প্রতিমার জন্য পরিচিত।

দেশপ্রিয় পার্ক : দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো কলকাতার অন্যতম বিখ্যাত একটি পূজা মণ্ডপ। এখানে প্রতি বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এবং এই পূজা তার বিশাল আকারের মণ্ডপ ও চোখ ধাঁধানো প্রতিমার জন্য বিখ্যাত। দেশপ্রিয় পার্কের পুজো কলকাতার সেরা কয়েকটি পূজার মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এখানে একসময় এখানে বিশ্বের সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমাও তৈরি করা হয়েছিল। এখানে কলকাতা ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা প্রতিমা দেখতে আসেন।

একডালিয়া: একডালিয়া এভারগ্রিন দুর্গাপুজো কলকাতার একটি ঐতির্য্যবাহী পুজো। প্রতি বছর এই পুজোর আয়োজন করা হয়। যদি আপনি এই বছর দক্ষিণ কলকাতার দুর্গাপূজা দেখতে যান, তাহলে একডালিয়া এভারগ্রিন দুর্গাপূজা অবশ্যই ঘুরে দেখতে পারেন।

হিদুস্থান পার্ক: এটিও দক্ষিণ কলকাতার বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপ। এই প্যান্ডেলটি সৃজনশীল থিম ও আলোকসজ্জার জন্য পরিচিত।

মুদিয়ালি ক্লাব: দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই মণ্ডপে প্রতি বছর ভিড় জমান দর্শনার্থীরা।

এমনকি দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের দুর্গাপুজোও জনপ্রিয়।

যোধপুর পার্কের কাছাকাছি অন্যান্য জনপ্রিয় পুজো মণ্ডপগুলির মধ্যে রয়েছে:

৯৫ পল্লী: যোধপুর পার্কের কাছেই এই মণ্ডপটি অবস্থিত এবং এটিও দর্শকদের কাছে খুব জনপ্রিয়।

সেলিমপুর পল্লি: এটিও যোধপুর পার্কের কাছাকাছি একটি বিখ্যাত পূজা মণ্ডপ।

বাবুবাগান ক্লাব : এটি কলকাতা শহরের ঢাকুরিয়া অঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় স্থান। এটি মূলত একটি ক্লাব যা বিভিন্ন ধরনের কার্যক্রম ও অনুষ্ঠানের জন্য পরিচিত। ক্লাবটি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সামাজিক বিভিন্ন কার্যকলাপে সক্রিয়ভাবে অংশ নেয়। ঢাকুরিয়ার বাবুগঞ্জ অঞ্চলে এই ক্লাবটি একটি পরিচিত নাম।

এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব"ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement