শারদ প্রাতে পদ্মের শোভা। বেজে উঠেছে আগমনীর সুর।
জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি।
শিল্পীর তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে প্রতিমা।
মণ্ডপ সজ্জার উপকরণ তৈরিতে ব্যস্ত পটুয়া পাড়া।
তোমায় দেখব বলে।
পটুয়াপাড়ায় জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
শিল্পীর তুলির টানে সেজে উঠছে মৃণ্ময়ী প্রতিমা।
মহিষাসুরমর্দিনী পালার জনপ্রিয়তা এখন তুঙ্গে। চলছে তারই প্রস্তুতি।
দেবী সাজে আজ সাজব আমি।