International news

দিল্লি সফরে হাসিনা, মোদীর সঙ্গে বৈঠকে কথা হতে পারে তিস্তা নিয়ে

ঢাকা থেকে দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৭ ১৫:০০
Share:

ফাইল চিত্র।

ঢাকা থেকে দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানা গিয়েছে। ওই সূত্রটি জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল হাসিনা দিল্লি সফরে আসছেন। তা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মোদীর সঙ্গে বৈঠকের পর ৯ এপ্রিল হাসিনা অজমেঢ় শরিফ যাবেন। পরের দিনই তিনি ঢাকায় ফিরবেন।

Advertisement

হাসিনার ভারত সফরে তিস্তার জলবণ্টন, গঙ্গা বাঁধের মতো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, ভারতও দু’দেশের ‘সমন্বিত অংশীদারত্ব’কে গুরুত্ব দিতে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতার একটি রূপরেখা চুক্তি সইয়ের বিষয়কে অগ্রাধিকার দেবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: নৌবাহিনীতে এল সাবমেরিন, ‍আধুনিকতা ও উন্নয়নের পথে বাংলাদেশ

Advertisement

হাসিনার দিল্লি সফরের প্রস্তুতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সোমবার বাংলাদেশের বিদেশ সচিব শহিদুল হকের সঙ্গে কথা বলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন